SSC Chemistry Chapter 9: এসিড-ক্ষারক সমতা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
অধ্যায়-৯: এসিড-ক্ষারক সমতা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
এসিড কাকে বলে?
উত্তরঃ যেসব
পদার্থ পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন (H+) দান করে তাদেরকে এসিড বলে।
তীব্র এসিড কাকে বলে?
উত্তরঃ যেসব
এসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন (H+) উৎপন্ন করে তাদেরকে তীব্র এসিড
বলে।
মৃদু বা দূর্বল এসিড কী?
উত্তরঃ মৃদু বা
দূর্বল এসিড হলো সেসব এসিড যেগুলো পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না অর্থাৎ আংশিক
বিয়োজিত হয়।
ক্ষারক কাকে বলে?
উত্তরঃ সাধারণত
ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা এসিডের
সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।
ক্ষার কাকে বলে?
উত্তরঃ ধাতু বা
ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার
বলে।
লবণ কাকে বলে?
উত্তরঃ এসিডের
প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা
আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে।
pH কাকে বলে?
উত্তরঃ কোনো
দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H+)
ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
pH মিটার কী?
উত্তরঃ pH মিটার হলো এমন একটি যন্ত্র যার
সাহায্যে কোনো দ্রবণের pH এর মান
যন্ত্রের ডিজিটাল ডিসপ্লে থেকে সরাসরি জানা যায়।
ইউনিভার্সাল ইন্ডিকেটর কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন
এসিড-ক্ষার ইন্ডিকেটর বা নির্দেশকের মিশ্রণকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে।
এসিড বৃষ্টি কী?
উত্তরঃ সাধারণত
বৃষ্টির পানির pH এর মান 5 থেকে 6
হলে ঐ বৃষ্টিই হলো এসিড বৃষ্টি।
খর পানি কাকে বলে?
উত্তরঃ যে পানি সাবানের
সাথে সহজে ফেনা সৃষ্টি করে না ও ময়লা পরিষ্কার করে না সেই পানিকে খর পানি বলে।
খর পানিতে সাধারণত ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,আয়রনের
ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবিভূত থাকে।
স্থায়ী খরতা কী?
উত্তরঃ পানিতে ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,
আয়রন প্রভৃতি লবণের ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবিভূত থাকলে যে খরতার সৃষ্টি হয় তাই
হলো স্থায়ী খরতা।
অস্থায়ী খরতা কাকে বলে?
উত্তরঃ পানিতে ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,
আয়রন প্রভৃতি লবণের বাইকার্বনেট লবণ দ্রবিভূত থাকলে যে খরতার সৃষ্টি হয় তাকে অস্থায়ী
খরতা বলে।
BOD কী?
উত্তরঃ BOD এর পূর্ণরূপ হলো Biological Oxygen Demand, যার
বাংলা অর্থ হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। এক লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব
দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাই
হলো ঐ পানির BOD ।
COD কী?
উত্তরঃ COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand, যার বাংলা
অর্থ হলো রাসায়নিক অক্সিজেন চাহিদা। এক লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক
পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাই হলো ঐ পানির COD ।
কোন মন্তব্য নেই