Header Ads

Header ADS

স্থিতি, গতি,রৈখিক গতি, ঘূর্ণন গতি


স্থিতিঃ সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে।
গতিঃ সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে।
রৈখিক গতিঃ কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, তবে তার গতিকে রৈখিক গতি বলে। যেমন সোজা সড়কে কোন গাড়ির গতি রৈখিক গতি।
ঘূর্ণন গতিঃ যখন কোন বস্তু কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে, তখন ঐ বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, যাঁতার গতি ।
চলন গতিঃ যখন কোন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন ঐ গতিকে চলন গতি বলে।
পর্যাবৃত্ত গতিঃ
কোন গতিশীল বস্তু যদি এর গতি পথে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এ ধরনের গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
এই নির্দিষ্ট সময়কে পর্যায় কাল বলে।
এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।
ঘড়ির কা্টার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি।
স্পন্দন গতি বা দোলন গতিঃ
যদি কোন বস্তু কণার গতি একটি নির্দিষ্ট সময় পরপর বিপরীত মূখী হয়, তবে এ ধরণের গতিকে স্পন্দন গতি বলে ।
অথবা, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকী অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এ ধরনের গতিকে স্পন্দন গতি বলে।
সরল দোলকের গতি,কম্পনশীল সুরশলাকা ও গিটারের তারের গতি।   
   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.