Header Ads

Header ADS

SSC Chemistry Chapter 8: রসায়ন ও শক্তি (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

অধ্যায়- : রসায়ন ও শক্তি (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

বন্ধন শক্তি কাকে বলে?

উত্তরঃ বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে বন্ধন শক্তি বলে।

তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে?

উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ রাসায়নিকি কোষ বলে।

তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে?

উত্তরঃ যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ সরবরাহ করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।  

গ্যালভানিক বা ভোল্টার কোষ কাকে বলে?

উত্তরঃ যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে তড়িৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে গ্যালভানিক বা ভোল্টার কোষ বলে।

ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী কী?

উত্তরঃ যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় সেসব পরিবাহীকে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বলে।  

তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে?

উত্তরঃ যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবিভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং ঐ পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটায় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। 

তড়িৎদ্বার কী?

উত্তরঃ তড়িৎদ্বার হলো দুইটি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব দন্ড, যেগুলো তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে প্রবেশ করানো থাকে।

অ্যানোড তড়িৎদ্বার বা অ্যানোড কী?

উত্তরঃ কোষের যে তড়িৎদ্বারে জারণ ঘটে তা হলো অ্যানোড তড়িৎদ্বার। একে শুধু অ্যানোডও বলা হয়।   

ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড কাকে বলে?

উত্তরঃ কোষের যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বা শুধু ক্যাথোড বলে।   

ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলাপন কী?

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অপর ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়া হলো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন।   

ড্রাই সেল কী?

উত্তরঃ ড্রাই সেল (কোষ) এক ধরণের গ্যালভানিক কোষ। ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। 

নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের  নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয় সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে।   

নিউক্লিয়ার ফিশন কী?

উত্তরঃ যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাই হলো নিউক্লিয়ার ফিশন।   

নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.