Header Ads

Header ADS

SSC Chemistry Chapter 7: রাসায়নিক বিক্রিয়া (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

 অধ্যায়-৭ : রাসায়নিক বিক্রিয়া (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর) 

ভৌত পরিবর্তন কী?

উত্তরঃ যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় সেই পরিবর্তন হলো ভৌত পরিবর্তন।

রাসায়নিক পরিবর্তন কাকে বলে?

উত্তরঃ যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের পরিবর্তন হয় এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।

একমুখী বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো শুধু উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে।

উভমুখী বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে।

তাপোৎপাদী বিক্রিয়া কী?

উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তা হলো তাপোৎপাদী বিক্রিয়া।

তাপহারী বা তাপশোষী বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির শোষণ ঘটে সেই বিক্রিয়াকে তাপহারী বা তাপশোষী বিক্রিয়া বলে।

রেডক্স (Redox) বিক্রিয়া কী?

উত্তরঃ জারণ-বিজারণ বিক্রিয়াকে একত্রে রেডক্স বিক্রিয়া বলে। Reduction (বিজারণ) শব্দের প্রথমাংশ Red এবং Oxidation (জারণ) শব্দের প্রথমাংশ ox এর সমন্বয়ে Redox শব্দটি গঠিত হয় । রেডক্স বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে।

জারণ-বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় সংজ্ঞা দাও।

উত্তরঃ  যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে।

জারণ কাকে বলে?

উত্তরঃ  যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন ত্যাগ বা বর্জন করে তাকে জারণ বিক্রিয়া বলে। 

বিজারণ কাকে বলে?

উত্তরঃ যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। 

জারক ও বিজারক কী?

উত্তরঃ  জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক এবং যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। 

জারণ সংখ্যা কাকে বলে?

উত্তরঃ  যৌগ গঠনকালে কোনো মৌলের পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকে (ঋণাত্মক বা ধনাত্মক)  জারণ সংখ্যা বলে। পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তবে জারণ সংখ্যা ধনাত্মক চিহ্নযুক্ত এবং ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা ঋণাত্মক চিহ্নযুক্ত হয়।   

সংযোজন বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে।

সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।

বিয়োজন বিক্রিয়া কী?

উত্তরঃ যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তা হলো বিয়োজন বিক্রিয়া।

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

দহন বিক্রিয়া কী?

উত্তরঃ দহন বিক্রিয়া হলো কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডের পরিণত করার প্রক্রিয়া।

প্রশমন বিক্রিয়া কী?

উত্তরঃ প্রশমন বিক্রিয়া হলো এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে প্রশমিত হওয়া এবং লবণ ও পানি উৎপন্ন করা। 

অধঃক্ষেপন বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে বিক্রিয়ায় তরল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কঠিন উৎপাদ উৎপন্ন করে এবং তা পাত্রের তলায় তলানি বা অধঃক্ষেপ হিসেবে জমা হয় তাকে অধঃক্ষেপন বিক্রিয়া বলে। 

আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে বিক্রিয়ায় কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধানবিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আর্দ্রবিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বলে।

অথবা, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে আর্দ্রবিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বলে।

পানিযোজন বিক্রিয়া কী?

উত্তরঃ কিছু কিছু আয়নিক যৌগ কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। এ ধরণের বিক্রিয়াকে পানিযোজন বিক্রিয়া বলে।

কেলাস পানি কাকে বলে?

উত্তরঃ  কেলাস বা স্ফটিক গঠনের জন্য কোনো কোনো আয়নিক যৌগ এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়। কেলাস বা স্ফটিকের সাথে যে কয়টি পানির অণু যুক্ত হয় তাদেরকে কেলাস পানি বলে।

সমানুকরণ বিক্রিয়া কাকে বলে?

উত্তরঃ যে সব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পরের সমানু বলে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুসমূহের পুনর্বিনাসের মাধ্যমে একটি সমানু থেকে অপর সমানু উৎপন্ন হলে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে।

মরিচা কী?

উত্তরঃ  লোহা বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যে আর্দ্র ফেরিক অক্সাইড উৎপন্ন করে তাই হলো মরিচা। মরিচার রাসায়নিক সংকেত Fe2O3.nH2O । মরিচার প্রতি অণুতে যুক্ত পানির অণুর সংখ্যা অজ্ঞাত।

বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার কাকে বলে?

উত্তরঃ  একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার গতিবেগ বা হার বলে।

লা-শাতেলিয়ার নীতি কী?

উত্তরঃ কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.