Header Ads

Header ADS

SSC Chemistry Chapter 6: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

 অধ্যায়-৬: মোলের ধারণা ও রাসায়নিক গণনা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

মোল কাকে বলে?

উত্তরঃ কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023× 10^23 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ঐ পদার্থের মোল বলে।

অথবা, কোনো পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের গ্রাম আণবিক ভর বা এক মোল বা শুধু মোল বলে।

[উল্লেখ্য যে, পূর্বে মোল শব্দটি শুধু যৌগের ক্ষেত্রে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে তা যৌগ, মৌল, আয়ন, ইলেকট্রন ইত্যাদির ক্ষেত্রেও ব্যবহৃত হয়]

গ্রাম পারমাণবিক ভর বা মোল পরমাণু কাকে বলে?

উত্তরঃ কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ মৌলের গ্রাম পরমাণবিক ভর বা এক মোল পরমাণু বলে।

মোলার আয়তন কাকে বলে?

উত্তরঃ 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে।

প্রমাণ অবস্থায় 1 মোল গ্যসের আয়তন 22.4 লিটার।

প্রমাণ অবস্থা কাকে বলে?

উত্তরঃ 0^0 C তাপয়ামত্রা এবং 1 বায়ুমন্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়।

মোলারিটি কাকে বলে?

উত্তরঃ  নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবিভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলারিটি বলে।  

মোলার দ্রবণ কী?

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবিভূত থাকে তবে ঐ দ্রবণ হলো মোলার দ্রবণ।

ডেসিমোলার দ্রবণ কাকে বলে?

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবিভূত থাকলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে।

সেমিমোলার দ্রবণ কী?

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সেমিমোল অর্থাৎ 0.5 মোল দ্রব দ্রবিভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে।

শতকরা সংযুতি কাকে বলে?

উত্তরঃ কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ঐ মৌলের শতকরা সংযুতি বলে।

বিক সংকেত কাকে বলে?

উত্তরঃ যে সংকেত দ্বারা কোনো পদার্থের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌল ও পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা নির্দেশ করে তাকে আণবিক সংকেত বলে।  

স্থূল সংকেত কাকে বলে?

উত্তরঃ যে সরলতম সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার সরল অনুপাত জানা যায় কিন্তু পরমাণুসমূহের সঠিক সংখ্যা জানা যায় না তাকে ঐ যৌগের স্থূল সংকেত বলে।  

রাসায়নিক সমীকরণ কাকে বলে?

উত্তরঃ প্রতীক, সংকেত বা চিহ্নের সাহায্যে একটি বিক্রিয়ায় সংঘটিত রাসায়নিক পরিবর্তনকে (বিক্রিয়ক ও উৎপাদ) সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।  

স্ট্য়কিওমিতি (Stoichiometry) কী?

উত্তরঃ রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসেব করা হয় তাকে স্টয়কিওমিতি (Stoichiometry) বলে।

লিমিটিং বিক্রিয়ক কী?

উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।

অ্যানালার কাকে বলে?

উত্তরঃ রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলোর মধ্যে সবচেয়ে বেশি 99% বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বলে।  

উৎপাদের শতকরা পরিমাণ কী?

উত্তরঃ বিক্রিয়ক বিশুদ্ধ হলে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ পাওয়ার কথা বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে রাসায়নিক বিক্রিয়ায় প্রকৃতপক্ষে তার চেয়ে কম উৎপাদ তৈরি হয়।রাসায়নিক সমীকরণ থেকে হিসাবকৃত প্রতি 100 গ্রাম উৎপ[দের মধ্যে যত গ্রাম প্রকৃত উৎপাদ পাওয়া যায় তাকে ঐ উৎপাদের শতকরা পরিমাণ বলে।

তুঁতের রাসায়নিক নাম ও সংকেত লিখ?

উত্তরঃ তুঁতের রাসায়নিক নাম পেন্টাহাইড্রেটেড কপার সালফেট । একে ব্লু ভিট্রিয়লও বলে।

এর সংকেত CuSO4 . 5H2

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.