Header Ads

Header ADS

SSC Chemistry Chapter 2: পদার্থের অবস্থা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

                        অধ্যায়-২:পদার্থের অবস্থা (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

পদার্থ কাকে বলে?

উত্তরঃ যার নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাকে পদার্থ বলে।

কঠিন পদার্থ কাকে বলে?

উত্তরঃ যে পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে।

তরল পদার্থ কাকে বলে?

উত্তরঃ যে পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তাকে তরল পদার্থ বলে।

গ্যাসীয় পদার্থ কাকে বলে?

উত্তরঃ যে পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে।আন্তঃকণা আকর্ষণ বল কী?

উত্তরঃ সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলো একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে।

কণার গতিতত্ত্ব কী?

উত্তরঃ আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে।

ব্যাপন কাকে বলে?

উত্তরঃ কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।

নিঃসরণ কী?

উত্তরঃ সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া হলো নিঃসরণ।

মোমবাতির জ্বলনে কয় অবস্থার সৃষ্টি হয়?

উত্তরঃ মোমবাতির জ্বলনে কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থার সৃষ্টি হয়।  

মোমকে দহন করলে কী উৎপন্ন হয়?

উত্তরঃ বাতাসের উপস্থিতিতে মোমকে দহন করলে কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন হয়। 

গলনাংক কাকে বলে?

উত্তরঃ স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঐ পদার্থের গলনাংক বলে।

গলন কী?

উত্তরঃ তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াই হলো গলন।

স্ফুটনাংক কাকে বলে?

উত্তরঃ স্বাভাবিক চাপে (1 atm) তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঐ পদার্থের স্ফুটনাংক বলে।

স্ফুটন কী?

উত্তরঃ স্ফুটন হলো তাপ প্রয়োগ করে কোনো তরল পদার্থকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়া।

বাষ্পীভবন কাকে বলে?

উত্তরঃ তাপ প্রয়োগ করে কোনো তরল পদার্থকে বাষ্পে রূপান্তর করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।ঘনীভবন কাকে বলে?

উত্তরঃ কোনো বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তাপ অপসারণ করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

পাতন কাকে বলে?

উত্তরঃ কোনো তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।

          অর্থাৎ পাতন = বাষ্পীভবন + ঘনীভবন

ঊর্ধ্বপাতন কাকে বলে?

উত্তরঃ যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে।

ঊর্ধ্বপাতিত পদার্থ কী?

উত্তরঃ যে সব কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেগুলোই ঊর্ধ্বপাতিত পদার্থ। যেমন- নিশাদল (NH4Cl), কর্পূর (C10H16O), ন্যাপথলিন (C10H8) ইত্যাদি।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.