Header Ads

Header ADS

SSC Chemistry Chapter 3: পদার্থের গঠন (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

                       অধ্যায়-৩:পদার্থের গঠন (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)

মৌলিক পদার্থ (Elements) কাকে বলে?

উত্তরঃ যে পদার্থকে ভাঙ্গলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন- হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, লোহা, কপার, জিংক ইত্যাদি।   

যৌগিক পদার্থ (Compounds) কাকে বলে?

উত্তরঃ যে পদার্থকে ভাঙ্গলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন-পানি, চিনি, লবণ ইত্যাদি।

পরমাণু (Atoms)  কী?

উত্তরঃ পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যেমন- অক্সিজেন পরমাণুতে অক্সিজেনের গুণাগুণ বিদ্যমান থাকেএবং হাইড্রোজেন পরমাণুতে হাইড্রোজেনের ধর্ম বিদ্যমান থাকে।     

অণু (Molecules) কী?

উত্তরঃ অণু হচ্ছে পদার্থের (মৌলিক বা যৌগিক) ক্ষুদ্রতম একক, যার মধ্যে ঐ পদার্থের সকল গুণাগুণ বিদ্যমান থেকে।

অথবা, দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।

প্রতীক (Symbols) কাকে বলে?

উত্তরঃ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।      

সংকেত (Formula) কাকে বলে?

উত্তরঃ মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে।

অথবা, মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে।

যেমন- হাইড্রোজেনের একটি অণুকে H2 দ্বারা প্রকাশ করা হয়। আবার পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়।   

মূল কণিকা (Fundamental Particles)  কী?

উত্তরঃ যে সকল অতি সূক্ষ্ণ কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলে।   স্থায়ী মূল কণিকা (Permanent Fundamental Particles)  কী?

উত্তরঃ যে সব মূল কণিকা সব পরমাণুতেই থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকাসমূহ হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ।

পারমাণবিক সংখ্যা (Atomic Number) কাকে বলে?

উত্তরঃ কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যেমন- নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে 7টি প্রোটন বিদ্যমান বলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7    

ভর সংখ্যা (Mass Number) বা নিউক্লিয়ন সংখ্যা (Nucleon Number) কাকে বলে?

উত্তরঃ কোনো মৌলের পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ঐ পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে।

যেমন- সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন ও 12টি নিউট্রন বিদ্যমান। তাই সোডিয়ামের ভর সংখ্যা (11+12) = 23 

অরবিট (Orbit) বা শক্তিস্তর কাকে বলে?

উত্তরঃ পরমাণুর যে সকল স্থির ও নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো  নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বলে।

অথবা, পরমাণুতে নিউক্লিয়াসের চর্তুদিকে ইলেকট্রন আবর্তন জন্য কতকগুলো নির্দিষ্ট শক্তিবিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদেরকে প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বলে।

অরবিটাল (Orbital) কী?

উত্তরঃ নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলে নির্দিষ্ট শক্তিযুক্ত ও আবর্তনশীল ইলেকট্রন মেঘের প্রাপ্তির সম্ভবনা সর্বাধিক থাকে তাকে অরবিটাল বলে।  

ইলেকট্রন বিন্যাস (Electronic Configuration) কী?

উত্তরঃ কোনো পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে বা অরবিটে নির্দিষ্ট নিয়মে ইলেকট্রনসমূহকে সাজানোর পদ্ধতিই হলো ইলাকট্রন বিন্যাস। 

বর্ণালি (Spectrum) কী?

উত্তরঃ সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্যদিয়ে চালনা করলে সাদা বর্ণের আলো বিশ্লিষ্ট হয়ে সাত রঙের যে ব্যান্ড তৈরি করে তাই হলো বর্ণালি। 

আইসোটোপ (Isotope)  কাকে বলে?

উত্তরঃ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

আইসোবার (Isobar)  কাকে বলে?

উত্তরঃ যে সব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে।

আইসোটোন (Isotone) কাকে বলে?

উত্তরঃ যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।

আপেক্ষিক পারমাণবিক ভর  বা পারমাণবিক ভর (Atomic Mass) কী?

উত্তরঃ কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটপের ভরের বার ভাগের এক (1/12) অংশের তুলনায় কত গুণ ভারী তাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। 

আপেক্ষিক আনবিক ভর (Relative molecular mass) বা আনবিক ভর কী?

উত্তরঃ কোনো মৌলিক বা যৌগিক অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো পদার্থের আপেক্ষিক আনবিক ভর । আপেক্ষিক আনবিক ভরকে সাধারণভাবে আনবিক ভর হিসেবে বিবেচনা করা হয়।   

তেজস্ক্রিয় আইসোটোপ (Radioactive Isotope) কাকে বলে?

উত্তরঃ কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে আলফা, বিটা, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.