SSC Physics Chapter 8: আলোর প্রতিফলন (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
অধ্যায়-৮: আলোর প্রতিফলন (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
আলো (Light) কী?
আলো এক প্রকার শক্তি, যা কোনো বস্তু থেকে
আমাদের চোখে প্রবেশ করে রেটিনায় বস্তুটির বিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার
মাধ্যমে মস্তিষ্কে অনুরূপ বস্তুর অনুভূতি সুর্ষ্টি করে।
আলোর প্রতিফলন (Reflection
of Light) কাকে বলে?
আলোকরশ্মি এক মাধ্যম থেকে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই
মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে । এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।
প্রতিফলনের সূত্রগুলো (Laws of Reflection of Light) লিখ।
আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি দু’টি সহজ সূত্র
মেনে চলে-
প্রথম সূত্রঃ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং
আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অংকিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে ।
দ্বিতীয় সূত্রঃ প্রতিফলন কোণ ও আপতন কোণ সমান।
নিয়মিত বা সুষম প্রতিফলন (Regular or Uniform Reflection) কাকে বলে?
যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃন তলে
আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ সমান্তরাল
থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে এ ধরণের প্রতিফলনকে আলোর
নিয়মিত প্রতিফলন বলে।
অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন (Irregular or Diffused Reflection) কাকে বলে?
যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো তলে
আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে
পরিণত না হয় , তবে এ ধরণের প্রতিফলনকে আলোর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে।
দর্পণ (Mirror) কী?
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই তলই
হলো দর্পণ।
সমতল দর্পণ (Plane Mirror) কী?
প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে
আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সেই পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
আমরা
সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করি তা মূলত সমতল দর্পণ।
গোলীয় দর্পণ (Spherical Mirror) কাকে বলে?
প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ ও গোলীয় হয় অর্থাৎ
প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো ফাঁপা গোলকের অংশবিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত
প্রতিফলন ঘটে, তবে তাকে গোলীয় দর্পণ বলে।
অবতল বা অভিসারী দর্পণ (Concave Mirror) কাকে বলে?
কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ
করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ হতে সংঘটিত হয়, তবে
সেই দর্পণকে অবতল বা অভিসারী দর্পণ বলে।
এক্ষেত্রে
ফাঁপা গোলকের কেটে নেয়া অংশের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে বা
সিলভারিং করে অবতল দর্পণ তৈরি করা হয়।
উত্তল বা অপসারী দর্পণ (Convex Mirror) কাকে বলে?
কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ
করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ হতে সংঘটিত হয়,
তবে সেই দর্পণকে উত্তল বা অপসারী দর্পণ
বলে।
এক্ষেত্রে
ফাঁপা গোলকের কেটে নেয়া অংশের অবতল পৃষ্ঠে অর্থাৎ ভেতরের দিকে
পারা লাগিয়ে বা সিলভারিং করে উত্তল দর্পণ তৈরি করা হয়।
দর্পণের মেরু (Pole of Mirror)কী?
গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুই
হলো দর্পণের মেরু।
বক্রতার কেন্দ্র (Centre of Curvature) কাকে বলে?
গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের
কেন্দ্রকে ঐ দর্পণের কেন্দ্র বলে।
বক্রতার ব্যাসার্ধ (Radius of Curvature) কী?
গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের
ব্যাসার্ধই হলো ঐ দর্পণের বক্রতার ব্যাসার্ধ ।
প্রধান অক্ষ (Principal Axis) কাকে বলে?
গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত সরলরেখাকে ঐ দর্পণের প্রধান অক্ষ বলে।
গৌণ অক্ষ (Secondary Axis) কাকে বলে?
মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের
উপরস্থ যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে ঐ দর্পণের
গৌণ অক্ষ বলে।
প্রধান ফোকাস (Principal Focus) কাকে বলে?
প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল
রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে
বিন্দুতে মিলিত হয় (অবতল দর্পণে) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (উত্তল
দর্পণে), সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে।
ফোকাস দূরত্ব (Focal Lenght) কাকে বলে?
গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস
পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।
ফোকাস তল (Focal Plane) কাকে বলে?
গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান
অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয়, তাকে ফোকাস তল বলে।
প্রতিবিম্ব বা বিম্ব (Image) কাকে বলে?
কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো
তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয়
কোনো বিন্দুত হতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর
প্রতিবিম্ব বা বিম্ব বলে।
বাস্তব বা সদ প্রতিবিম্ব বা
বিম্ব (Real Image) কাকে বলে?
কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো
তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত
হয় তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব বা সদ প্রতিবিম্ব বা বিম্ব বলে।
অবাস্তব বা অসদ প্রতিবিম্ব বা
বিম্ব (Virtual Image) কাকে বলে?
কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো
তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুত হতে অপসৃত হচ্ছে বলে
মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব বা অসদ প্রতিবিম্ব বা
বিম্ব বলে।
রৈখিক বিবর্ধন (Linear Magnification) কী?
কোনো দর্পণে বা লেন্সে গঠিত বিম্বের আকার
বস্তুর আকারের তুলনায় কতগুণ বড় বা ছোট তাই হলো বিবর্ধন ।
অথবা, প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ বস্তুর
দৈর্ঘ্যের অনুপাতই হলো রৈখিক বিবর্ধন বা সংক্ষেপে বিবর্ধন।
দর্পণ চেনার (Identification of Mirror) উপায় কী?
কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল
খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব গঠিত হয় এবং তা লক্ষবস্তুর (আঙ্গুলের) চেয়ে
বড় হয় তাহলে দর্পণটি অবতল, আর যদি বিম্ব ছোট হয় তাহলে দর্পণটি উত্তল । বিম্ব
লক্ষবস্তুর (আঙ্গুলের) সমান হলে দর্পণটি সমতল হবে।
কোন মন্তব্য নেই