SSC Physics Chapter 5: পদার্থের অবস্থা ও চাপ (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
চাপ (Pressure)
কাকে বলে?
কোনো
বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।
প্যাসকেল (Pa)
কী?
প্যাসকেল
হলো চাপের এস আই একক।
প্রতি
1
m2 ক্ষেত্রফলের উপর
1
N বল
লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাই হলো 1 প্যাসকেল (Pa) ।
ঘনত্ব (Density)
কাকে বলে?
কোনো
বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
ঘনত্ব
বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে।
টরিসেলির শূন্যস্থান কী?
বায়ুর
চাপ মাপার যন্ত্র ব্যারোমিটারের কাচনলের মধ্যে যে পারদস্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর
নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য থাকে। এই শূন্য স্থানই টরিসেলির শূন্যস্থান
নামে পরিচিত।এখানে সামান্য পারদ বাষ্প থাকে।
বায়ুমন্ডলীয় চাপ (Atmospheric
pressure) কাকে বলে?
বায়ুমন্ডল
তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে
তাক ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে।
প্লবতা (Buoyancy)
কাকে বলে?
তরল
বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ
লম্বভাবে যে উর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে।
প্লবতার
মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।
আর্কিমিডিসের সূত্র (Archemedes’
Law) কী?
কোনো
বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি
কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের
ওজনের সমান।
প্যাসকেলের সূত্র (Pascal’s
Law) কী?
একটা
আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত
হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে।
অথবা,
আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই
চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল
বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে
ক্রিয়া করে।
বলবৃদ্ধিকরণ নীতি (Principle of Multiplications of Force) কী?
আবদ্ধ
তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন
সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে।
স্থিতিস্থাপকতা (Elasticity)
কাকে বলে?
প্রযুক্ত
বল সরিয়ে নিলে বস্তুর যে ধর্মের জন্য তার পূর্বাবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা
বলে।
স্থিতিস্থাপক সীমা (Elastic
Limit) কী?
বাইরে
থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায়
আচরণ করে,বলের সেই সর্বোচ্চ মানকে স্থিতিস্থাপক সীমা বলে।
বিকৃতি (Strain) কাকে
বলে?
বাইরে
থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় তাকে বিকৃতি
বলে।
অথবা,
স্থিতিস্থাপক কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্যে, আয়তন বা আকৃতির
পরিবর্তন ঘটে।একক দৈর্ঘ্যের বা একক আয়তনের এই পরিবর্তনকে বিকৃতি বলে।
পীড়ন (Stress)
কী?
একক
ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভেতর যে বল তৈরি হয় সেটাই হচ্ছে পীড়ন।
অথবা,
বাইরে থেকে বল প্রয়োগের ফলে বস্তুর ভেতর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী
বলই পীড়ন।
রবার্ট হুকের স্থিতিস্থাপকতার সূত্রটি (Hook’s Law) লিখ।
“স্থিতিস্থাপক
সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক”।
স্থিতিস্থাপক গুণাংক বা ইয়াংস মডুলাস (Young’s Modulus) কাকে বলে?
স্থিতিস্থাপক
সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক।এই ধ্রুবককে বস্তুর উপাদানের
স্থিতিস্থাপক গুণাংক বলে।এই ধ্রুবক ইয়াংস মডুলাস নামেও পরিচিত।
পদার্থের চতুর্থ অবস্থা (Fourth
State of Matter) কী?
কঠিন,
তরল ও গ্যাস এই তিন অবস্থার বাইরেও পদার্থের চতুর্থ আরেকটি অবস্থা আছে,যা প্লাজমা অবস্থা
নামে পরিচিত।এই প্লাজমা অবস্থা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস।
কোন মন্তব্য নেই