SSC Physics Chapter 4: কাজ, ক্ষমতা ও শক্তি (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
অধ্যায় - ৪: কাজ, ক্ষমতা ও শক্তি (সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর)
কাজ (Work) কাকে বলে?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের দিকে
বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
জুল (joule) কী?
জুল হলো কাজের একক। কোনো বস্তুর উপর এক নিউটন বল
প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে
এক জুল বলে।
বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ কাকে
বলে?
যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে সরে যায়
তাহলে সেই কাজকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে।
একটি ডাস্টারকে টেবিলের উপর থেকে মেঝেতে ফেলে
দিলে ডাস্টারটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে। এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা
কাজ হয়েছে।
বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক
কাজ কাকে বলে?
যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে
সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে।
একটি ডাস্টারকে মেঝে থেকে যদি টেবিলের উপর
উঠানো হয় তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে। কারণ, এক্ষেত্রে অভিকর্ষ বল যে
দিকে ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে হয়।
শক্তি (Energy) কী?
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি।
শক্তি পরিমাপ করা হয় কীভাবে?
কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় ঐ বস্তু
দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন ।
যান্ত্রিক শক্তি (Mechanical Energy) কাকে
বলে?
বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি
পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে।
গতিশক্তি(Kinetic Energy)
কাকে বলে?
কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে
সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
বিভব শক্তি (Potetial Energy) কাকে
বলে?
স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে অন্য
অবস্থায় বা অবস্থানে আনলে বা আসলে কোনো
বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।
নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) বা
জ্বালানি কী?
নবায়নযোগ্য শক্তি বা জ্বালানি হলো এমন শক্তি বা
জ্বালানি যা বারবার বা পুনরায় ব্যবহার করা এবং এর উৎস দ্রুত ফুরিয়ে যায় না।
নবায়নযোগ্য শক্তি বা জ্বালানির প্রধান উৎসগুলো
হলো- সৌরশক্তি, বায়োমাস,পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার-ভাটা শক্তি, বায়ু
শক্তি, বায়োফুয়েল ইত্যাদি।
অনবায়নযোগ্য শক্তি(Non-Renewable Energy) বা
জ্বালানি কী?
অনবায়নযোগ্য শক্তি বা জ্বালানি হলো এমন শক্তি
বা জ্বালানি যা বারবার বা পুনরায় ব্যবহার করা যায় না এবং এর উৎস অতি দ্রুত ফুরিয়ে
যাবে।
অনবায়নযোগ্য শক্তি বা জ্বালানির প্রধান উৎসগুলো
হলো- ভূগর্ভস্থ কয়লা, তেল , প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।
জীবাশ্ম জ্বালানি (Fossil Fuels) কী?
লক্ষ কোটি বছর পূর্বে প্রাণী ও গাছপালার
ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে এবং দীর্ঘদিনের তাপ ও চাপের প্রভাবে সেগুলো কয়লা,
প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থে পরিণত হয়। এই কয়লা, প্রাকৃতিক গ্যাস
ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থকে জীবাশ্ম জ্বলানি বলে।
শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা
নীতি (Principle
of conservation of Energy) কী?
শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ
থেকে অন্য এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ
নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।
ক্ষমতা(Power) কাকে বলে?
কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে যে পরিমাণ কাজ
করে তাকে ক্ষমতা বলে।
অথবা, কাজ করার হারকে ক্ষমতা বলে।
ওয়াট (watt) কী?
ওয়াট হলো ক্ষমতার একক। এক সেকেন্ডে এক জুল কাজ
করা বা শক্তি রূপান্তরের হারকে ওয়াট (W) বলে।
কিলোওয়াট ঘন্টা (KWh) কী?
আমাদের দেশে সাধারণত বিদ্যুৎ বেচাকেনা হয়
কিলোওয়াট ঘন্টা (KWh) এককে।
এক কিলোওয়াট বা 1000 W ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা ধরে কাজ
করলে যে শক্তি ব্যয় হয় তা হলো এক কিলোওয়াট ঘন্টা (KWh) ।
বাতির গায়ে 60 ওয়াট (W) লেখা থাকার
অর্থ কী?
কোনো বাতির গায়ে 60 ওয়াট লেখা থাকার
অর্থ এ বাতিটি প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে আলো ও তাপ
শক্তিতে রূপান্তর করে।
কর্মদক্ষতা (Efficiency) কী?
কর্মদক্ষতা হলো লভ্য কার্যকর শক্তি এবং মোট
প্রদত্ত শক্তির অনুপাত।
অথবা, কোনো যন্ত্রে প্রদত্ত শক্তি ও যতটুকু
শক্তি কাজে রূপান্তরিত হয় তার শতকরা পরিমাণই হলো কর্মদক্ষতা।
1 অশ্ব ক্ষমতা (HP) = কত ওয়াট ?
1 অশ্ব ক্ষমতা (HP) = 746 ওয়াট ।
এক ওয়াট = কত HP ?
এক ওয়াট =
1.34 x 10-3
HP
কোন মন্তব্য নেই