Header Ads

Header ADS

SSC Chemistry MCQ Chapter 5

অধ্যায় -রাসায়নিক বন্ধন  

                       বহুনির্বাচনি অভীক্ষা

পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি?

  () 4 টি          (3 টি

  () 2 টি         *(1 টি 

অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা-

 *() 6            (5

  () 3             (2   

  কার্বনের যোজনী কত? 

  () 2             (3

  () 2, 3          *(2, 4   

CO2 এ কার্বনের যোজনী কত? 

 *() 4             (3

  () 2             (1   

SO2 এ সালফারের যোজনী কত? 

  (2             (3

 *(4             (6   

SO2 এ সালফারের সুপ্ত যোজনী কত? 

  (0            *(2

  () 4              (6   

SO3 এ সালফারের সুপ্ত যোজনী কত?  

 *(0             (2

  () 4              (5   

PCl3 এ ফসফরাসের সুপ্ত যোজনী কত? 

  (1            *(2

  (3              (4   

PCl5 এ ফসফরাসের সুপ্ত যোজনী কত? 

 *(0             (2

  (3              (5   

১০PCl5 এ ফসফরাসের সক্রিয় যোজনী কত? 

  (0              (2

  (3             *(5   

১১FeCl2 এ আয়রণের সুপ্ত যোজনী - 

  (0             *(1

  (2              (3   

১২PbCl2Pb এর সুপ্ত যোজনী - 

  (0              (1

 *(2             (4   

১৩। নাইট্রোজেনের যোজনী কত? 

  (2              (3

  (2, 3          *()3, 5   

১৪। সালফারের যোজনী -

  (2 ,3            (3, 5

  () 2, 4          *(2, 4, 6   

১৫। কোন মৌলের যোজনী চার? 

  (Al            (Fe

 *(Pb           (Cu   

১৬। কোন যৌগে সালফারের সুপ্ত যোজনীর মান বেশি? 

  (H2SO4         *() H2S

  () SO2              () SO3   

১৭। কিউপ্রিক ক্লোরাইডে কপারের যোজনী- 

  (1               *(2

  (3                  (4   

১৮। কোনটি ধনাত্মক যৌগমূলক? 

  () কার্বনেট           () সিলিকেট

 *() ফসফোনিয়াম     () হাইড্রোজেন সালফেট

১৯ মৌলিক গ্যাসসমূহ সাধারণত -

  *() দ্বিপরমাণুক         () এক পরমাণুক   

   () ত্রিপরমাণূক          () চর্তুপরমাণুক 

২০ কোন মৌলের যোজ্যতা স্তরে আটটি ইলেকট্রন থাকে?

   () K                 (Ca    

   () S                 *(Ar

২১ Cl পরমাণু ইলেকট্রন গ্রহন করে কোন পরমাণুর গঠন লাভ করে ?

  *() Ar              (Ne       

   (Kr               (K 

২২ Br - আয়নে কয়টি ইলেকট্রন আছে ?

   () 17               () 30        

   () 35             *() 36  

২৩ কোন কোন মৌল মিলে আয়নিক বন্ধন গঠন করে ?

   () ধাতু-ধাতু        () অধাতু-অধাতু      

  *() ধাতু-অধাতু      () ধাতু-আয়ন

২৪ কোনটি আয়নিক যৌগ নয় ?

  *() H2O            () NaCl      

   (LiF             ()  MgCl2

২৫ কোনটি অ্যানায়ন ?

   () Na+            () K-            

  *() I-             () Ca+

২৬ ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে গঠিত হয়-

  *() আয়নিক বন্ধন    () সমযোজী বন্ধন    

   () সন্নিবেশ বন্ধন    () ধাতব বন্ধন

২৭ H2 অণুতে কোন বন্ধন বিদ্যমান ?

   () আয়নিক       *() সমযোজী        

   () সন্নিবেশ         () ধাতব

২৮ F2 অণুতে ফ্লোরিণ পরমাণু কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে ?

   () K               (Ca       

  *() Ne             () Ar   

২৯ কোন পারমাণবিক সংখ্যার মৌলসমূহ অষ্টক ও দুই এর নিয়ম ভালোভাবে

 অনুসরণ করে ?

  *(1-20            (5-25           

   (1-30             (6-36

৩০ H2O অণু গঠনে কোন নিয়ম মেনে চলে  ?

   () অষ্টক          *() অষ্টক ও দুই এর     

   () দুই এর          () কোনটি নয় 

৩১ H2O অণুতে কয়টি মুক্ত-জোড় ইলেকট্রন আছে ?

   (1              *(2              

   (4                (6

৩২  HCl অণুতে কয়টি বন্ধন-জোড় ইলেকট্রন আছে ?

   () 4               () 3               

   () 2             *(1

৩৩ HCl অণুতে কয়টি মুক্ত-জোড় ইলেকট্রন আছে ?

   (1               (2          

  *(3               (4

৩৪ NH3 অণুতে কয়টি মুক্ত-জোড় ইলেকট্রন আছে ?

  *(1               (2                

   () 4                () 6

৩৫ H2 অণুতে কয়টি মুক্ত-জোড় ইলেকট্রন আছে ?

   (3                (2                

   (1               *(0 

৩৬ ক্যাটায়নের বৈশিষ্ট্য হল-

   (i) প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকে

   (ii) প্রোটন ও নিউট্রন সমান থাকে

   (iii) ধনাত্মক চার্জবাহী

কোনটি সঠিক ?   

  *() i ii           (i iii  

   ()  ii iii          () i , ii iii 

৩৭সালফারের সঠিক সংকেত কোনটি ?

   ()  S2             ()  S4   

  *()  S8             () S  

৩৮CO2 এর গঠন কেমন ?

   (ক) পিরামিড আকৃতির         * (খ) সরলরৈখিক      

      (গ) বর্গাকার                      (ঘ) চতুস্তলকীয় 

৩৯চিনির সংকেত-

   ()  C6H12O6            ()  C6H22O6  

  *()  C12H22O11         ()  C12H24O12  

৪০ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় -

   (ক) আয়নিক বন্ধন             *(খ) সমযোজী বন্ধন    

     (গ) সন্নিবেশ বন্ধন              (ঘ) ধাতব বন্ধন

৪১কোনটি পোলার যৌগ ?

  *()  H2O             ()  CO2          

   ()  NaCl             ()  SiO2  

৪২  কোনটি অপোলার যৌগ ?

   ()  HF             *()  KCl      

   ()  HCl              () H2O    

৪৩আয়নিক যৌগের বৈশিষ্ট্য-

   (i) ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়  

   (ii) গলনাংক ও স্ফুটনাংক বেশি

   (iii) পানিতে দ্রবণীয়

কোনটি সঠিক ?   

   ()  i ii             ()  i iii              

  *()  ii iii           () i , ii iii 

৪৪কোনটি পানিতে অদ্রবণীয় ?

   ()  NaCl             *()  CH4         

   ()  KCl                ()  MgCl2  

৪৫। সাধারন তাপমাত্রায় কোনটি কঠিন ?

   ()   SO2                ()  SO3       

   ()  NH3              *()  SiO2 

৪৬NaCl এর কাঠামো কেমন ?

   (ক)  পিরামিড আকৃতির              (খ) সরলরৈখিক      

    (গ) বর্গাকার                         *(ঘ) অষ্টতলকীয় 

৪৭ধাতু তড়িৎ পরিবহন করে,কারণ ধাতুতে -

   (ক) ইলেকট্রন থাকে                (খ) প্রোটন থাকে    

   (গ) আয়ন থাকে                    *(ঘ) বিমুক্ত ইলেকট্রন থাকে

৪৮। কোনটির মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে?

    () SO2                        () H2O       

    ()  NH3                      *(Fe ধাতু 

৪৯ভ্যানডার ওয়ালস বল কার্যকর রয়েছে কোন যৌগে ?

    ()  NaCl              *()  CO2   

    ()  KOH                ()  MgCl2     

৫০। কোনটি উভধর্মী?

     ()  Na2O              ()  CO2    

    *()  ZnO              ()  MgO  

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.