SSC Chemistry MCQ Chapter 3
অধ্যায় -৩ : পদার্থের গঠন Part 1 |
বহুনির্বাচনি
অভীক্ষা
১। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কাণিকার
নাম -
(ক) ইলেকট্রন (খ)
প্রোটন
*(গ) পরমাণু (ঘ) অণু
২। পটাসিয়ামের প্রতীক -
(ক) P *(খ) K
(গ) Pt (ঘ) Po
৩। মানুষের শরীরে কত ধরনের মৌল আছে ?
(ক) 20 (খ) 22
(গ) 24 *(ঘ) 26
৪। Argentum কোন মৌলের ল্যাটিন নাম ?
(ক) আর্গন (খ) গোল্ড
(গ) এন্টিমনি *(ঘ) সিলভার
৫। কোন দু’টির আপেক্ষিক ভর সমান?
(ক) ইলেকট্রন ও
প্রোটন *(খ)
প্রোটন ও নিউট্রন
(গ) প্রোটন ও পজিট্রন (ঘ)
ইলেট্রন ও নিউট্রন
৬। ট্যাংস্টেন এর ল্যাটিন/ জার্মান
নাম নাম কি ?
(ক) Hydrurgyrum (খ) Stannum
*(গ) Wolfram
(ঘ) Ferrum
৭। ইলেট্রনের আপেক্ষিক ভর কত ?
(ক) 9.11x 10^-28 g (খ)
(গ) 9.11x 10^-31 g *(ঘ) 0
৮। কোনগুলোর সমষ্টি নিউক্লিয়ন সংখ্যা?
*(ক) প্রোটন ও
নিউট্রন (খ) ইলেকট্রন ও প্রোটন
(গ)
প্রোটন ও পজিট্রন (ঘ) ইলেট্রন ও নিউট্রন
৯। কোন পরমাণুর প্রোটন সংখ্য 13 এবং নিউক্লিয়ন সংখ্যা 27 হলে-
(i) ইলেকট্রন সংখ্যা 13
(ii) মৌলটি Si
(iii) নিউট্রন সংখ্যা 14
নিচের কোনটি সঠিক ?
(ক)i ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i , ii ও iii
১০। লিথিয়ামের
নিউট্রন সংখ্যা কত ?
(ক)
2 (খ) 3
*(গ) 4 (ঘ) 5
১১। ইলেকট্রনের
প্রকৃত আধান কত কুলম্ব?
(ক) +1 (খ) -1
(গ) 1.6×10^-19 *(ঘ) -1.6×10^-19
১২। H
+ এর
ভর কোনটির সমান ?
(ক)
পজিট্রন (খ) ইলেকট্রন
*(গ) প্রোটন (ঘ) নিউট্রন
১৩। কোন মৌলের
প্রতীক আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে ?
(ক) কার্বন *(খ) বোরন
(গ)
পটাসিয়াম (ঘ) ক্রোমিয়াম
১৪। H + এ
ইলেকট্রন কয়টি ?
(ক) 1 (খ) 2
(গ) 3 *(ঘ) 0
১৫। কোনটি
সমইলেকট্রনীয় জোড় ?
(ক) S^2-,
Cl *(খ) S^2- ,
Ar
(গ) K^+,
Ca (ঘ) Cl, K
১৯। সৌর মডেলের স্বীকার্য হল-
(i) পরমাণুর
কেন্দ্রকে নিউক্লিয়াস বলে
(ii)
পরমাণু চার্জ নিরপেক্ষ
(iii) গ্রহসমূহের
মত ইলেকট্রন অবিরত ঘূর্ণনশীল
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii *(ঘ) i , ii ও iii
২০। কত সালে
বোর পরমাণু মডেল প্রকাশিত হয় ?
(ক) ১৮১১ (খ) ১৮১৩
(গ) ১৯১১ *(ঘ)
১৯১৩
২১। বোর
মডেলের স্বীকার্য হল-
(i)
বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে
(ii) গ্রহসমূহের
মত ইলেকট্রন অবিরত ঘূর্ণনশীল
(iii) ইলেকট্রন শক্তি শোষন বা বিকিরন করে
স্থানান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i , ii ও iii
২২। কোনটির
ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় ?
(ক) H *(খ) H+
(গ)
He + (ঘ)
Li2+
২৩। ডিউটেরিয়াম আইসোটোপে কয়টি
নিউট্রন থাকে?
(ক) 0 *(খ) 1
(গ) 2 (ঘ)
3
২৪।
প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা
হল-
(ক) 2n *(খ)
2n^2
(গ) 2n^3 (ঘ) 2n+1
২৫।
N শেলে
কয়টি উপশক্তিস্তর থাকে ?
(ক) 2 (খ) 3
অধ্যায় -৩ : পদার্থের গঠন Part 2 |
২৬। অরবিটালের
শক্তির ক্রম কোনটি সঠিক ?
(ক) 6s > 4f > 5d (খ) 4s > 3d >
4p
*(গ) 4s < 3d< 4p (ঘ) 5s< 4d <
4p
২৭। 15 পারমানবিক
সংখ্যাবিশিষ্ট মৌলের M
অরবিটে কতটি ইলেকট্রন
থাকে?
(ক) 8 (খ) 7
(গ) 6 *(ঘ) 5
২৮। Cr এর তৃতীয় শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে ?
(ক) 10
টি *(খ) 13
টি
(গ) 18 টি (ঘ) 24 টি
(ক) 1 (খ) 2
*(গ) 8 (ঘ) 10
৩০। পরমাণুর তৃতীয়
শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে ?
(ক) 8 (খ) 10
*(গ) 18
(ঘ) 32
৩১। হাইড্রোজেনের কৃত্রিম আইসোটোপ কয়টি ?
(ক)2 (খ) 3
*(গ)4 (ঘ) 7
৩৬। পারক্লোরিক এসিডের আপেক্ষিক আনবিক ভর কত ?
(ক)106 *(খ) 100.5
(গ)98 (ঘ) 63
৩৭। আইসোটোপের ক্ষেত্রে প্রযোজ্য -
(i) আইসোটোপের সংখ্যা 3000 এর বেশি
(ii) তেজষ্ক্রিয় আইসোটোপ α, β ও γ রশ্মি বিকিরণ করে
(iii) নিউক্লিয়ার বিক্রিয়া দ্বারা তেজষ্ক্রিয় আইসোটোপ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii *(ঘ) i , ii ও iii
৪২। কোন রশ্মি জীবন্ত কোষে ক্ষতি সাধন করে?
(ক) গামা *(খ) বিটা
(গ) আলফা (ঘ) এক্স-রে
৪৩। শাক-সবজি নষ্ট হওয়ার জন্য কোনটি দায়ী ?
(ক) ভাইরাস *(খ) ব্যাকটেরিয়া
(গ) গামা রশ্মি (ঘ) আলোর অভাব
৪৪। কোন রশ্মি পরিমিত মাত্রায় সূর্যের আলোর ন্যায় নিরাপদ ?
(ক) আলফা (খ) বিটা
*(গ) গামা (ঘ) এক্স-রে
৪৫। নিউক্লিয়ার বিক্রিয়ার সময় -
(i) প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়
(ii) নতুন মৌল উৎপন্ন হয় না
(iii) আইসোটোপসমূহের ক্ষয় হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i , ii ও iii
৫০। পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে?
(ক) 1500
(খ) 2000
(গ) 2400 (ঘ) 2800
অধ্যায় -৩ : পদার্থের গঠন Part 3 |
৫১ । কোন পরমাণু মডেলে পরমাণুকে সৌর জগতের সাথে তুলনা করা
হয়?
(ক)ডালটন মডেল *(খ) রাদারফোর্ড মডেল
(গ)বোর মডেল (ঘ)সমারফিল্ড মডেল
৫২। কোনটি বোর মডেলের স্বীকার্য নয়?
(ক)ইলেকট্রনের শক্তিস্তরের
ধারণা
*(খ)ইলেকট্রনের রৈখিক ভরবেগের ধারণা
(গ)ইলেকট্রনের কৌণিক
ভরবেগের ধারণা
(ঘ)শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালি সৃষ্টির ধারণা
৫৫। p উপশক্তি স্তরে অরবিটাল
কয়টি?
(ক) 1 *(খ) 3
(গ) 5 (ঘ) 7
৫৬। d-উপস্তরে অরবিটাল কয়টি?
(ক) 1 (খ) 3
*(গ) 5 (ঘ)7
৫৭। তৃতীয় শক্তিস্তরে সর্বাধিক কয়টি
ইলেকট্রন থাকতে পারে ?
(ক) 32 *(খ)18
(গ) 16 (ঘ)8
৫৮। py এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ?
(ক) 1 *(খ) 2
(গ) 3 (ঘ)6
৫৯। 3d এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ?
(ক)2 (খ) 6
*(গ)10 (ঘ)14
৬০। কোন অরবিটালে আগে
ইলেকট্রন প্রবেশ করবে?
(ক)3d (খ) 4p
(গ) 4d *(ঘ)4s
৬১। অরবিটাল সমূহের মধ্যে কোনটি অসম্ভব ?
(ক)2s (খ) 2p
*(গ)
2d (ঘ)4f
৬২। Fe3+ আয়নে
d অরবিটালে ইলেকট্রন
সংখ্যা কতটি?
(ক) 3 (খ) 4
*(গ) 5 (ঘ) 6
৬৩। অরবিটালসমূহের মধ্যে কোনটির শক্তি বেশি
?
(ক)
4s (খ) 3s
*(গ) 4p
(ঘ) 3d
৬৪। নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস Al3+ আয়নের মত?
(ক) O- *(খ) F
-
(গ) Cl- (ঘ) Mg+
৬৫। উপস্তরে শক্তির
মান কিসের উপর নির্ভর করে?
*(ক) n+l (খ)
n+m
(গ) l+m (ঘ) l+s
৬৬।একটি বিকিরিত রশ্মির
তরঙ্গ দৈর্ঘ্য 530
nm । রশ্মিটির কম্পাংক কত?
*(ক)5.66
×10^14 Hz (খ)
1.887 ×10^14 Hz
(গ)5.66 ×10^12 Hz (ঘ)
1.887 ×10^12 Hz
৬৭। একটি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হলে 2.31 ×10-^18 J শক্তি
বিকিরিত হয়।বিকিরিত
রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?
*(ক) 8.57
×10^-8 m (খ)
7.58 ×10^-8 m
(গ) 5.65 ×10^-8 m (ঘ)
4.36 ×10^-8 m
৬৮।একটি বিকিরিত রশ্মির
কম্পাংক 5.085
×10^14 Hz ।ঐ
রশ্মির শক্তি নির্ণয় কর।
(ক) 5.45 ×10^-19 J *(খ)
3.37 ×10^-19 J
(গ) 2.28 ×10^-19 J (ঘ)
2.15 ×10^-19 J
৬৯।একটি টেলিভিশন
কেন্দ্রের ওয়েভ ফ্রিকুয়েন্সি 2.02 ×10^5 kHz । এর তরঙ্গ দৈর্ঘ্য হিসেব কর।
*(ক) 1.485
m (খ)
2.235 m
(গ) 3.052 m (ঘ)
4.162 m
৭০। কোন পরমাণুর তৃতীয়
শক্তিস্তরে ঘূর্ণনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত?
*(ক)
2.31 ×10^-27 m^2kg/s (খ) 2.586 ×10^-27 m^2kg/s
(গ) 2.85 ×10^-34 m^2kg/s *(ঘ) 3.162 ×10^-34 m^2kg/s
কোন মন্তব্য নেই