Header Ads

Header ADS

SSC Chemistry MCQ Chapter 2


অধ্যায় -২ :  পদার্থের অবস্থা    

বহুনির্বাচনি অভীক্ষা

কোন অবস্থায় পদার্থের অণুগুলো সবচেয়ে কাছাকাছি থাকে ?

    (ক) তরল                                (খ) বায়বীয়       

    (গ) প্লজমা                             *(ঘ) কঠিন  

কোন অবস্থায় পদার্থের অণুগুলোর গতি সবচেয়ে বেশি ?

    (ক) তরল                             *(খ) বায়বীয়   

    (গ) দ্রবণীয়                              (ঘ) কঠিন  

কোনটি পদার্থ ?  

  *(ক) বাতাস                            (খ) আলো      

    (গ) তাপ                               (ঘ) তড়িৎ

পদার্থের বৈশিষ্ট্যসমূহ -

   (i) ভর আছে ,জায়গা দখল করে এবং জড়তা আছে

    (ii) সাধারণত তিন অবস্থায় থাকে  

   (iii) নির্দিষ্ট ঘনত্ব,সংকোচনশীলতা ও প্রসারণশীলতা রয়েছে

কোনটি সঠিক?   

  () i ii                              () i iii   

  () ii iii                          *() i , ii iii

কোনটির আন্তঃআনবিক শক্তি বেশি ?

  (ক) মধু                               (খ) নাইট্রোজেন    

*(গ) মোম                             (ঘ) কেরোসিন

কিসের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে ?

  (ক) চাপ                            *(খ) তাপ        

 (গ) ঘনমাত্রা                          (ঘ) আন্তঃআনবিক শক্তি

জলীয় বাষ্পকে তরলে পরিণত করা যায় -

       (i) চাপ অপসারণ করে     

        (ii) চাপ প্রয়োগ করে      

         (iii)  শীতল করে

কোনটি সঠিক ?   

  () i ii                            ()  i iii  

*() ii iii                          () i , ii iii

।  কোন পদার্থের আন্তঃআনবিক দূরত্ব বেশি ?

  (ক) পানি                          *(খ) কার্বন-ডাই-অক্সাইড      

  (গ) লবণ                            (ঘ) পেট্রোল

কোনটির ব্যাপন সময় বেশি ?    

  (ক) H2                           *(খ) CO2   

  (গ) O2                             (ঘ) He  

১০তথ্যগুলো লক্ষ কর -

   (i) চাপ প্রয়োগে তরলের আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল

   (ii) গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে

   (iii) কঠিন পদার্থকে তাপ দিয়ে গলনাংকে পৌছালে তা তরলে পরিণত হয়

কোনটি সঠিক?   

  () i ii                          *()  i iii          

  () ii iii                                  () i , ii iii

১১অ্যামোনিয়া পূর্ণ গ্যাসজারে ভেজা লাল লিটমাস পেপার প্রবেশ করালে লিটমাস পেপারের বর্ণ হয়-

  (ক) কালো                         *(খ) নীল      

  (গ) সবুজ                            (ঘ) অপরিবর্তিত 

১২পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণ -   

     (ক) সবুজ                          *(খ) গোলাপী 

     (গ) হলুদ                            (ঘ) নীল

১৩কঠিন,তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়াকে বলে -

  (ক) নিঃসরণ                      *(খ) ব্যাপন  

  (গ) অনুব্যাপন                      (ঘ) অভিস্রবন

১৪কোন গ্যাসকে অধিক চাপে সিএনজি -তে পরিণত করা হয় ?

 *(ক) মিথেন                         (খ) বিউটেন

  (গ) অক্সিজেন                       (ঘ) হাউড্রোজেন

১৫মুখ বদ্ধ বেলুনের ভেতরে গ্যাসের তাপমাত্রা বাড়ালে কী ঘটে

  (ক) ব্যাপন ঘটে                   (খ) নিঃসরণ ঘটে

 *(গ) চাপ বাড়ে                    (ঘ) চাপ কমে

১৬ঘরবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে থাকে -

    (i) মিথেন              

     (ii) বিউটেন   

    (iii) প্রোপেন

কোনটি সঠিক?   

  () i ii                          ()  i iii        

 *() ii iii                        () i , ii iii

১৭ নিঃসরণ নির্ভর করে - 

  (ক) ভর ও ঘনত্বের উপর         (খ) ভর ও তাপমাত্রার উপর   

  *(গ) চাপের উপর                (ঘ) আয়তনের উপর

১৮পাকা কাঁঠালের গন্ধ ছড়ায়- 

    (i)  কাঁঠালের ত্বক থেকে গন্ধ বের হয় নিঃসরণ প্রক্রিয়ায়

   (ii)  কাঁঠালের ত্বক থেকে গন্ধ বের হয় ব্যাপন প্রক্রিয়ায়

   (iii)  কাঁঠালের গন্ধ বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায়

কোনটি সঠিক ?   

  () i                               () ii  

  *() i iii                         (ii iii

১৯মোম যখন জ্বলতে থাকে তখন -

  (i) পদার্থের তিনটি অবস্থা একসাথে দেখা যায়

  (ii) ভৌত পরিবর্তন ঘটে         

  (iii)  রাসায়নিক পরিবর্তন ঘটে

কোনটি সঠিক ?   

  () i ii                          ()  i iii    

  () ii iii                       *() i , ii iii

২০পানি হতে তাপ বের হলে কী হবে

  (ক) জলীয়বাষ্প                     (খ) তরল    

  (গ) গ্যাস                           *(ঘ) বরফ   

২১স্বাভাবিক চাপ বলতে বুঝায়- 

  (ক) 100 atm                              (খ) 25 atm  

  (গ) 0.1 atm                      *(ঘ) 1 atm     

২২কোনগুলো ঊর্ধ্বপাতিত হয় ?    

  (ক) ন্যাপথলিন, লবণ           *(খ)  আয়োডিন, কঠিন CO2  

  (গ) কর্পূর,বালি                     (ঘ) নিশাদল,চিনি

২৩ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে প্রযোজ্য-

  (ক) তরল --- গ্যাস              (খ) কঠিন --- তরল

  (গ) কঠিন --- গ্যাস              (ঘ) গ্যাস---তরল

২৪গলনাংক ও স্ফুটনাংক নির্ণয় করা হয় কত চাপে ?

   (ক) 100 atm                     (খ) 25 atm       

  *(গ) 1 atm                      (ঘ) 0.1 atm       

২৫কঠিন পদার্থকে তাপ দিলে তা যদি সরাসরি গ্যাসে পরিণত হয় তাকে বলে -

   (ক) ব্যাপন                         (খ) অনুব্যাপন

 *(গ) ঊর্ধ্বপাতন                    (ঘ) নিঃসরণ

২৬কোটির ব্যাপন হার বেশি ?

  *(ক) H2                             (খ)  CO2     

    (গ)  O2                            (ঘ) N2  

২৭ফুলের গন্ধ ছড়ায় কোন প্রক্রিয়া

  *(ক) ব্যাপন                          (খ) অনুব্যাপন

   (গ) ঊর্ধ্বপাতন                       (ঘ) নিঃসরণ   

২৮ব্যাপন ও নিঃসরণের ক্ষেত্রে -

   (i) ব্যাপন হল সাধারণত সমচাপে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া

    (ii)  নিঃসরণ উচ্চ চাপের থেকে নিম্ন চাপের দিকে ঘটে

  (iii) ব্যাপনের উপর চাপের প্রভাব নেই

কোনটি সঠিক ?     

  () i ii                            ()  i iii  

  () ii iii                         *(i , ii iii

২৯চাপের উপর নির্ভর করে -   

   (i)  নিঃসরণ       

   (ii) স্ফূটনাংক    

    (iii)   ব্যাপন

কোনটি সঠিক ?   

*() i ii                           ()  i iii   

  () ii iii                          () i , ii iii

৩০কোন তত্ত্ব থেকে পদার্থের কণাসমূহের গতিশীল অবস্থা জানা যায়

   (ক) কোয়ান্টাম ম্যাকানিক্স     *(খ) গতিতত্ত্ব 

   (গ) উর্ধ্বপাতন                     (ঘ) স্ফূটন

৩১কোনটি অধিক উদ্বায়ী ?   

  (ক) পানি                           (খ) পেট্রোল   

 *(গ) ইথার                          (ঘ) লবণ

৩২পানির হিমাংক কত ?    

  (ক) 1000 C                          (খ) 400 C     

 *(গ) 00 C                            (ঘ) - 40 C 

৩৩কোনটিকে গ্যাসীয় অবস্থায় ঠান্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় -

   (ক) জলীয়বাষ্প                   (খ) হিলিয়াম       

   (গ) মিথেন                      *(ঘ) CO2  

   নিম্নের উদ্দীপক থেকে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :

   মোম + O2       উৎপাদ

৩৪মোম হল- 

     (i) O2 এর যৌগ  

    (ii)  হাইড্রোকার্বন  

    (iii)   জৈব যৌগ 

কোনটি সঠিক ?   

    () i ii                         ()  i iii   

  *() ii iii                        () i , ii iii

৩৫উদ্দীপকের উৎপাদ হল -

    (i)  CO2 H2       

     (ii)   তাপ ও আলো        

     (iii)   H2

কোনটি সঠিক ?   

  *() i ii                       ()  i iii  

    () ii iii                     () i , ii iii

৩৬ইউরিয়ার সংকেত কোনটি ?

    (ক) (NH4)2SO4              (খ) (NH4)2CO3   

  *(গ) (NH2)2CO               (ঘ) (NH4)3PO4       

৩৭ইউরিয়ার গলনাংক কত?

  (ক) 1130 C                        (খ) 1190 C

*(গ) 1330 C                         (ঘ) 1390 C

৩৮। সালফারের গলনাংক কত?

  (ক) 1130 C                     *(খ) 1190 C

  (গ) 1330 C                       (ঘ) 1390 C

৩৯কত চাপে পানির হিমাংক নির্ণয় করা হয় ?

   *(ক) 1 atm                   (খ) 5 atm      

     (গ) 50 atm                 (ঘ) 100 atm      

৪০স্ফুটনের বিপরীত -    

    (ক) গলন                         (খ) বাষ্পীভবন  

  *(গ) ঘনীভবন                     (ঘ) ঊর্ধ্বপাতন

৪১পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর সংকেত কোনটি?

   *(ক) KMnO4                    (খ) K2MnO4          

    (গ)  K2Cr2O7                   (ঘ) KCrO3

৪২কোন পদার্থ তাপমাত্রার একটি পরিসরে গলে ?

    (ক) নিশাদল                    *(খ) মোম    

    (গ) সোডিয়াম                    (ঘ) সালফার 

নিম্নের চিত্র থেকে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :


 

৪৩চিত্রে DE অংশে কি নির্দেশ করে  

    *(ক) স্ফুটনাংক                 (খ) পানি

      (গ) গলনাংক                   (ঘ) বরফ

৪৪উদ্দীপকের চিত্রে -

     (i) AB রেখা বরফ 

     (ii) CD রেখা পানি          

       (iii) EF  রেখা স্ফুটনাংক

   কোনটি সঠিক ?   

  *() i ii                     () i iii   

    () ii iii                    (i , ii iii

৪৫কর্পূরের সংকেত -

    *(ক) C10H16 O                        (খ) C10H8O    

     (গ) C12H18 O                      (ঘ) C8H16 O                      

৪৬ন্যাপথলিনের সংকেত-                       

   () C10H16 O                         *() C10H8    

    () C12H18 O                      () C8H16

৪৭নিশাদলের সংকেত-

   () (NH4)2SO4                     ()AlCl3  

    () NH4OH                        *(NH4Cl        

৪৮কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়-

   () NH4Cl                        () AlCl3 

  * () C6H12O6                    () CO2(s)        

৪৯1 atm চাপে পানির স্ফুটনাংক কত?

   () 1010 C                    *() 1000 C     

   ()990 C                           () 00 C   

৫০। নিশাদলের রাসায়নিক নাম কোনটি?                

  *() অ্যামোনিয়াম ক্লোরাইড            () অ্যালুমিনিয়াম ক্লোরাইড     

      () ক্যালসিয়াম ক্লোরাইড              () সোডিয়াম নাইট্রেট 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.