SSC Chemistry MCQ chapter 4
অধ্যায় -৪ : পর্যায় সারণি |
বহুনির্বাচনি
অভীক্ষা
১। কে সর্বপ্রথম
মৌলসমূহকে ধাতু
ও অধাতু এই দুই
ভাগে
বিভক্ত করেন
?
(ক)
ম্যান্ডেলিফ
*(খ) ল্যাভয়সিয়ে
(খ) নিউল্যান্ড
(ঘ) মোসলে
২। ডোবেরাইনার কোন
মৌলগুলোকে প্রথম
ত্রয়ী মৌল
হিসেবে চিহ্নিত
করেন ?
(ক) H, He,
Li *(খ)
Cl, Br, I
(গ) F, Cl,
Br (ঘ) Na, Mg,
Ca
৩। ম্যান্ডেলিফ কত
সালে একই
ধর্মবিশিষ্ট মৌলকে
সমশ্রেণিভূক্ত করে
তালিকা প্রকাশ
করেন ?
(ক) 1789
(খ) 1913
*(গ) 1869 (ঘ) 1864
৪। IUPAC কতৃক সর্বশেষ
স্বীকৃত মৌল
কতটি ?
*(ক) 118 (খ) 114
(গ) 112 (ঘ) 98
৫। ল্যাভয়সিয়ে কতটি
মৌল নিয়ে
মৌলসমূহের ছক
তৈরি করেন
?
*(ক) 33 (খ) 43
(গ) 53 (ঘ)
63
৬। ম্যান্ডেলিফের পর্যায়
সারণিতে কয়টি
মৌল ছিল?
(ক) 33 (খ) 43
*(গ) 63 (ঘ) 69
৭। ম্যান্ডেলিফের পর্যায়
সারণির কয়টি
মৌল অনাবিষ্কৃত
ছিল
?
(ক) 8 (খ) 6
*(গ) 4 (ঘ) 3
৮। আধুনিক পর্যায়
সারণির তৃতীয়
পর্যায়ে কয়টি
মৌল আছে
?
*(ক) 8
(খ) 12
(গ) 14 (ঘ) 18
৯। আধুনিক পর্যায়
সারণির কয়টি
পর্যায় ও
কয়টি গ্রুপ
রয়েছে ?
(ক) 7 টি ও
8 টি (খ) 5 টি ও
18 টি
(গ) 7 টি ও
10 টি *(ঘ)
7 টি ও
18 টি
১০। ল্যান্থানাইড সারির
মৌলের সংখ্যা-
(ক)
14 *(খ)
15
(গ) 18 (ঘ) 30
১১। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা
35
হলে পর্যায়
সারণিতে এর
অবস্থান কোন
গ্রুপে ?
(ক) 8 (খ) 12
(গ) 16 *(ঘ) 17
১২। Rn এর শেষ
কক্ষপথে ইলেকট্রন
সংখ্যা -
*(ক) 8 (খ) 18
(গ)
12 (ঘ) 10
১৩। আধুনিক পর্যায়
সারণির পর্যায়-6
এ কয়টি মৌল আছে
?
*(ক) 32 (খ) 28
(গ) 14
(ঘ) 18
১৪। কত সালে অষ্টক সূত্রের
প্রবর্তন
হয়?
(ক) 1789
(খ) 1913
(গ)
1869 *(ঘ) 1864
১৫। অষ্টক সূত্রের
প্রবক্তা কে
?
(ক) ডাল্টন (খ) ডোবেরাইনার
*(গ) নিউল্যান্ড
(ঘ)
ম্যান্ডেলিফ
১৬। ম্যান্ডেলিফের পর্যায়
সূত্র কিসের
উপর ভিত্তি
করে প্রতিষ্ঠিত হয়েছিল
?
*(ক) পারমাণবিক ভর (খ)
ইলেকট্রন বিন্যাস
(গ)
পারমাণবিক সংখ্যা (ঘ)
ভর সংখ্যা
১৭। আধুনিক পর্যায়
সূত্র কিসের
উপর ভিত্তি
করে প্রতিষ্ঠিত
?
(ক) পারমাণবিক ভর (খ) ইলেকট্রন বিন্যাস
*(গ) পারমাণবিক সংখ্যা (ঘ)
ভর সংখ্যা
১৮। কোন সালে
মোসলে পারমাণবিক
সংখ্যা আবিষ্কার
করেন ?
(ক) 1789
*(খ) 1913
(গ) 1869
(ঘ) 1864
১৯। আধুনিক পর্যায়
সারণির মূল
ভিত্তি কী
?
(ক) পারমাণবিক ভর
*(খ) ইলেকট্রন বিন্যাস
(গ) পারমাণবিক সংখ্যা (ঘ)
ভর সংখ্যা
২০। পর্যায় সাণির
বৈশিষ্ট্য হল-
(i) বাম থেকে ডানদিকে
মৌলসমূহের ধর্ম
পরিবর্তিত হয়
(ii) মৌলসমূহের ধর্ম গ্রুপের
উপর নির্ভরশীল
(iii)
মৌলের কক্ষপথ
সংখ্যা পর্যায়
সংখ্যার সমান
কোনটি সঠিক
?
(ক) i ও
ii (খ) i ও iii
(গ) ii ও
iii *(ঘ)
i , ii ও
iii
২১।
Al এর অবস্থান
কোন গ্রুপে
?
(ক) 15 (খ) 14
*(গ) 13 (ঘ) 12
২২। Mn এর অবস্থান
কোন পর্যায়ে
?
(ক) 5
*(খ) 4
(গ) 3 (ঘ) 2
২৩। কোনটির আকার
বড়
?
*(ক) Na
(খ) P
(গ) Si (ঘ) Cl
২৪। কোনটি অপধাতু
?
(ক) Pt
*(খ) Si
(গ) Cu
(ঘ) Ni
২৫। কোনটির গলনাংক
কম
?
*(ক) Na
(খ) C
(গ) Al (ঘ) Si
২৬। কোনটির আয়নিকরণ শক্তি কম?
(ক) Ca *(খ) Fr
(গ) F (ঘ)
Cl
২৭। আয়নিকরণ শক্তি
কোনটির বেশি
?
(ক) K
(খ) Al
(গ) S *(ঘ) Cl
২৮। s ব্লক মৌলের
সংখ্যা-
(ক) 11 (খ) 12
(গ)
13 *(ঘ) 14
২৯। কোনটি p-
ব্লক মৌল
?
(ক) Sc
*(খ) S
(গ) Mn
(ঘ) Zn
৩০। কোনগুলো মৃৎক্ষার
ধাতু ?
(ক) Na, Mg (খ)
S, Ca
(গ) Cs, P *(ঘ)
Be, Ca
৩১।
কোনটি মুদ্রা ধাতু নয় ?
(ক) Cu
(খ) Ag
*(গ) Fe (ঘ) Au
৩২।
হ্যালোজেনের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) লবণ গঠনকারী
(ii) এদের
মূল উৎস সামুদ্রিক লবণ
(iii) এরা
ইলেকট্রন গ্রহণ করে
কোনটি সঠিক ?
(ক)
i ও ii (খ)
i ও iii
(গ) ii ও iii *(ঘ)
i , ii ও iii
৩৩।
কোনটি নিস্ক্রিয় মৌল নয় ?
(ক) Ne (খ) Kr
(গ) Rn *(ঘ)
Ra
নিচের টেবিলটি লক্ষ্য কর এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
X |
Si |
Y |
Z |
Cl |
Ar |
৩৪। y মৌলটি হল-
(ক) C (খ) N
*(গ)
P (ঘ) S
৩৫। উদ্দীপকের
মৌলসমূহের মধ্যে -
(i)
X এর অক্সাইড উভধর্মী
(ii) Z এর অক্সাইড ক্ষারধর্মী
(iii) Ar
এর ইলেকট্রন বিন্যাস অষ্টকপূর্ণ
কোনটি সঠিক ?
(ক) i ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ)
i , ii ও iii
৩৬।
ল্যান্থানাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা -
(ক) 47 থেকে
61 *(খ)
57 থেকে 71
(গ) 63 থেকে 77
(ঘ) 89 থেকে
103
নিম্নের উদ্দীপক লক্ষ্য কর এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
21A 26 D 30 M
৩৭। উদ্দীপকের
মৌলসমূহের মধ্যে -
(i)
A অবস্থান্তর মৌল নয়
(ii) D অবস্থান্তর মৌল
(iii) M পরিবর্তনশীল
যোজনী প্রদর্শন করে
কোনটি সঠিক ?
*(ক) i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii (ঘ)
i , ii ও iii
৩৮। উদ্দীপকের
মৌলসমূহের কোন আয়নটি অস্থিতিশীল ?
(ক) A3+ *(খ) D2+
(গ)
D 3+ (ঘ) M2+
৩৯।
কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম ?
(ক) Na+ (খ) Na
*(গ)
Mg2+ (ঘ) Mg
৪০। পর্যায় সারণিতে
পারমাণবিক ভর অনুসারে সাজালে কোন দু’টি মৌলের
স্থান বিনিময় ঘটে?
(ক) Ne ও Na *(খ)
Ar ও K
(গ)
K ও Ca (ঘ) Br ও Kr
নিম্নের উদ্দীপক লক্ষ্য কর এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও :
15A 16D 17 R
৪১।
A
মৌলটি কোন গ্রুপে অবস্থিত ?
(ক) 13 (খ)
14
* (গ) 15 (ঘ) 17
৪২।
উদ্দীপকের মৌলসমূহের মধ্যে -
(i) A এর আকার D
এর চেয়ে বড়
(ii) D এর তড়িৎ ঋণাত্মকতা R এর চেয়ে বেশি
(iii)
সবগুলো মৌল পরিবর্তনশীন যোজনী প্রদর্শন করে
কোনটি সঠিক ?
(ক) i ও ii * (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i , ii ও iii
৪৩।
কোনগুলোর আয়নিকরণ শক্তি সাধারণ নিয়মের ব্যতিক্রম ?
(ক)
Na, Mg *(খ) N, O
(গ)
O, F (ঘ) K, Ca
৪৪।
ক্লোরিণ ইলেকট্রন গ্রহণ করে কোন মৌলের গঠন লাভ করে ?
(ক) Ne *(খ)
Ar
(গ) Kr (ঘ) Xe
৪৫।
হাইড্রোহ্যালাইড এসিড ও কার্বনেট লবণের বিক্রিয়ায় তৈরি হয়-
(i) ক্ষার
ও পানি
(ii) লবণ ও পানি
(iii) CO2
কোনটি সঠিক ?
(ক) i ও ii (খ) i ও iii
*(গ) ii ও iii (ঘ) i , ii ও iii
৪৬।
কোনটি আগুন নিভাতে সহায্য করে ?
(ক) CH4 (খ) N2
*(গ) CO2 (ঘ) CO
৪৭।
মৃৎক্ষার ধাতুর বহি:স্তরে ইলেকট্রন কয়টি থাকে ?
(ক) 1 টি
*(খ)
2 টি
(গ)
3 টি (ঘ)
4 টি
৪৮।
হাইড্রোআয়োডিক এসিডের সংকেত -
(ক) HOCl (খ)
HOI
(গ) HOI2
*(ঘ) HI
৪৯।
অ্যাকটিনাইড সারির শেষ মৌল -
*(ক) Lr (খ)
No
(গ)
Lu (ঘ) Rf
৫০।
ইলেকট্রন আসক্তির ক্রম কোনটি সঠিক ?
(ক)
F>Cl>Br>I (খ)
F<Cl<Br<I
*(গ)
Cl>F>Br>I (ঘ) Br>I>
F>Cl
Nice mcq
উত্তরমুছুন