Header Ads

Header ADS

বিচিত্র সব

বিচিত্র সব

১৫০ সন্তানের বাবাঃ

নাম তার জো। বয়স ৫০। বয়সের তুলনায় সন্তান তিনগুণ।দেড়শ সন্তানের এই জনক মার্কিন নাগরিক। তিনি মূলত স্পার্ম দান করেই এ খ্যাতি অর্জন করেছেন।জো জানিয়েছেন, ২০২০ সালে মোট দশজন নারীকে স্পার্ম দান করেছেন,যার মধ্যে পাঁচজন এই লকডাউনের মধ্যে।তিনি বর্তমানে লন্ডন আছেন। সেখানেও তিনি আরোও স্পার্ম দান করবেন। বিস্তারিত

দামি কফি তৈরি হয় প্রাণির মল থেকেঃ

কফি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

১।সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে।

২। সবচেয়ে বেশি কফি পান করে ফিনল্যান্ডের মানুষ।

৩। সারা বিশ্বে মানুষ প্রতিদিন গড়ে ২২৫ কোটি কাপ কফি পান করে।

৪।গবেষকরা বলেন, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে কফি পান করা সবচেয়ে বেশি কার্যকর।

৫। যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে গড়ে ২০ ডলার খরচ হয় কফির পেছনে ।

৬। ১৯৩২ সালে অলিম্পিকে যাওয়ার অর্থ না থাকায় ব্রাজিলের ক্রীড়াবিদরা নাকি নিজেরাই কফি বিক্রি করে অলিম্পিকে যাওয়ার অর্থ সংগ্রহ করেছিলেন।

৭।গবেষণায় জানা যায়, কফি পান করলে বিষন্নতা ও হতাশা কিছুটা দূর হয়।

৮।পর পর ৮০ থেকে ১০০ কাপ কফি একজন মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে বলে ধারণা করা হয়।

৯। বিজ্ঞানীরা গ্রাউন্ড কফি থেকে বায়োডিজেল তৈরি করেছেন সফলভাবে। অদূর ভবিষ্যতে হয়তো আপনি ডিজেলের পরিবর্তে গাড়িতে কফি ভরেই চলতে পারবেন।

১০। পৃথিবীর সবচেয়ে বয়স্ক (৩৮ বছর)বিড়াল প্রতিদিন সকালে কফি খেয়ে তার দিন শুরু করে।  

১১।বিশ্বের সবচেয়ে দামি কফি হলো ‘কোপি লুয়াক’। এর এক কাপের দাম ৩৫ থেকে ১০০ ডলার পর্যন্ত হতে পারে। কোপি লুয়াক  

 তৈরি জন্য ইন্দোনেশিয়ার সিভেট নামক প্রাণিদের কফি বিন খাওয়ানো হয়।এই প্রাণির মল থেকে পরে কোপি লুয়াক তৈরি করা হয়। সূত্র 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.