Header Ads

Header ADS

Current Affairs

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসঃ 

বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে এই দিনটি প্রতি বছর পালিত হয়ে আসছে।   

মার্কিন নির্বাচন ২০২০ সর্বশেষ ফলাফলঃ  

জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশের পর মার্কিন নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরপক্ষে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।(১৪.১১.২০) বিস্তারিত 

২০১৯ সালে বায়ু দূষণে ৪ লাখ ৭০ হাজার নবজাতক এবং ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিস্তারিত

পদত্যাগের ১ বছর পর আবার প্রধানমন্ত্রী হলেন হারিরিঃ 

রাজনৈতিক সংকটে পতিত লেবাননের প্রেসিডেন্ট গতকাল বৃহস্পতিবার (২২.১০.২০) এক  বছরের মাথায় আবারও সাদ হারিরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। বিস্তারিত

আজ বিশ্ব খাদ্য দিবসঃ

এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো- ‘ সবাইকে নিয়ে এক সঙ্গে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন।আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’।বিস্তারিত

ক্ষুধার সূচকে বাংলাদেশের অগ্রগতিঃ

ক্ষুধার সূচকে বাংলাদেশের অবস্থান ৭৫তমঃ গত বছর এই অবস্থান ছিল ৮৮তম। ইন্টারন্যাশন্যাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট আজ শুক্রবার ‘বিশ্ব ক্ষুধা সূচক ২০২০’(Global Hunger Index 2020) প্রকাশ করেছে। ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫তম, ভারত ৯৪তম,  পাকিস্তান ৮৮তম, আফগানিস্তান ৯৯তম, নেপাল ৭৩তম ও শ্রীলঙ্কা ৬৪তম। বিস্তারিত    

ফিনল্যান্ডের একদিনের জন্য প্রধানমন্ত্রীঃ 

নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সবার সামনে তুলে ধরতে গত বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেন ১৬ বছরের এক কিশোরীর  হাতে। একদিনের জন্য দায়িত্ব প্রাপ্ত এই প্রধানমন্ত্রীর নাম হলো আভা মুরতো।  বিস্তারিত

বিসিএস এ মেধাবীদের স্বপ্নভঙ্গঃ  

বিসিএস এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৫০৯ মেধাবী তরুণের স্বপ্নভঙ্গ হয়েছে।শুধুমাত্র নেতিবাচক গোয়েন্দা রিপোর্টের কারণে ৩২তম থেক ৩৯তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে এত সংখ্যক মেধাবী ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করতে পারেনি। বিস্তারিত    

৯ অক্টোবর বিশ্ব ডিম দিবসঃ 

এই দিবসের এবারের প্রতিপাদ্য– ‘প্রতিদিনই ডিম খাই, রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়াই’।  বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়।

২০২০ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারঃ

দুই আমেরিকান অর্থনীতিতে নোবেল পেলেন।নিলাম তত্ত্বের উন্নতি ও নতুন নিলাম পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের পল অ্যাব মলগ্রোম (Paul R. Milgrom) ও রবার্ট বি. উইলসন (Robert B. Wilson) কে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় । এ ঘোষণা দেওয়া হয় ১২ অক্টোবর,২০২০।  বিস্তারিত

২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারঃ

ক্ষুদামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)কে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ৯ অক্টোবর এ ঘোষণা দেওয়া হয়।    

প্রতি ১৬ সেকেন্ডে বিশ্বে ১টি মৃত শিশুর জন্মঃ

প্রতি ১৬ সেকেন্ডে বিশ্বে ১টি মৃত শিশু জন্ম নিচ্ছে। প্রতি বছর সারা বিশ্বে এই সংখ্যা প্রায় ২০ লাখ। করোনা পরিস্থিতির কারণে এই সংখ্যা আরো ২ লাখ বৃদ্ধি পেতে পারে। ৮৪ শতাংশ মৃত শিশু জন্ম নেয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।৮ অক্টোবর এসব তথ্য জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত   

২০২০ সালে সাহিত্যে নোবেলঃ(০৯.১০.২০)

 এবার সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক (Louise Glück)। সুইডিশ অ্যাকাডেমি ৮ অক্টোবর সাহিত্যে নোবেল বিজয়ীর এই নাম ঘোষণা করে। নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন জানিয়াছেন, ‘গ্লুকের ভাষ্য সুমধুর ও আপসহীন এবং তার লেখায় রয়েছে হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’ তাঁর জন্ম ১৯৪৩ সালে নিউইয়র্কে ।তিনি একটি পদক এবং ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ১১ লক্ষ ২১ হাজার ইউএস ডলার) পাবেন। বিস্তারিত   

২০২০ সালে দুই নারী বিজ্ঞানী রসায়নে নোবেলঃ

দুই নারী বিজ্ঞানী রসায়নে নোবেল পেলেন।তারা হলেন- এমানুয়েলে কার্পেন্তিয়ের (মার্কিন, Emmanuelle Charpentier) ও জেনিফার এ. দোদনা (ফরাসি,Jennifer A. Doudna)। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাঁদের যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়। ৭ অক্টোবর দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়।


২০২০ সালে তিনজন পদার্থবিজ্ঞানে নোবেলঃ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীঃ মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণার জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।  তাঁরা হলেন- রজার পেনরোজ (যুক্তরাজ্য, Roger Penrose), রাইনার্ড গেনসেল(জার্মানি,Reinhard Genzel) ও আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র,Andrea Ghez) ।  ৬ অক্টোবর ঘোষিত হয়।     

২০২০ সালে চিকিৎসায় নোবেলঃ

এ বছর চিকিৎসায় নোবেল পেলেন তিনজন। এ তিন বিজ্ঞানী হলেন-হার্ভে জে অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম রাইস। তাঁরা হেপাটাইটিস ‘সি’ আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখেন। ৫ অক্টোবর দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.