Chapter 2: Solubility & Solubility Product
অধ্যায়-২ : দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল
১। ঢাকা,দিনাজপুর,সিলেট,যশোর বোর্ডঃ ২০১৮
(ক) সিগমা বন্ধন কী?
(খ) Al2O3 একটি উভধর্মী অক্সাইড – ব্যাখ্যা
কর।
(গ) A পাত্রের দ্রবণটির দ্রাব্যতা গুণফল নির্ণয় কর।
(ঘ) C পাত্রে MY2 এর অধঃক্ষেপ পড়বে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১নং প্রশ্নের উত্তর
(ক) অণু গঠনের সময় দু’টি পরমাণুর একই অক্ষে অবস্থিত দু’টি অরবিটালের প্রান্তিকভাবে
বা সামনাসামনি অধিক্রমন ঘটলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগল্মা বন্ধন বলে।
(খ) Al2O3 একটি উভধর্মী অক্সাইড।
আমরা জানি, যে অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে। Al2O3 একটি উভধর্মী অক্সাইড।এটি এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। নিম্নে বিক্রিয়া দেখানো হলোঃ
(ঘ) পাত্র-A ও পাত্র-B এর দ্রবণ দু’টিকে C পাত্রে একত্রে মিশ্রিত করলে নিম্নের বিক্রিয় ঘটে-
২। রাজশাহী,কুমিল্লা,চট্টগ্রাম,বরিশাল বোর্ডঃ ২০১৮
(খ) OF6 গঠিত হয় না কেন?
(গ) উদ্দীপকের আলোকে Zn(OH)2
এর দ্রাব্যতা হিসাব করো।
(ঘ) পাত্র-১ ও পাত্র-২ এর দ্রবণ দু’টিকে একত্রে মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ সৃষ্টির সম্ভবনা আছে কীনা বিশ্লেষণ করো।
২ নং প্রঃ উঃ
(ক) দ্রবণ তাপঃ এক মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ ( যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলেও তাপমাত্রার আর পরিবর্তন হয় না) দ্রাবকে দ্রবিভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের দ্রবণ তাপ বলে।
খ) OF6 গঠিত না হয়ার কারণ ব্যাখ্যার জন্য আমরা প্রথম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ করি-
অক্সিজেনের যোজ্যতা স্তরে দু’টি বিজোড় ইলেকট্রন থাকায় এটি দ্বিযোজীরূপে যৌগ গঠনে সক্ষম। যেমন, যোজ্যতা স্তরে দুটি অযুগ্ম ইলেককট্রন দুটি ফ্লোরিন পরমাণুর সাথে শেয়ার করে OF2 অণু গঠন করে। কিন্তু অক্সিজেনের যোজ্যতা স্তর হলো দ্বিতীয় শক্তিস্তর, যেখানে d-অরবিটাল নেই। ফলে অক্সিজেনের যোজ্যতা স্তরের সম্প্রসারণ সম্ভব নয় বলে অযুগ্ম ইলেককট্রনের সংখ্যা 6 হয় না, অর্থৎ 6 যোজনী প্রয়োগ করা সম্ভব নয় । তাই অক্সিজেন OF6 গঠন করে না।
(ঘ) পাত্র-১ ও পাত্র- ২ এর দ্রবণ দু’টিকে একত্রে মিশ্রিত করলে নিম্নের বিক্রিয়া ঘটে-
কোন মন্তব্য নেই