SSC Chemistry: Chapter 11: Board Question (2019) Made Easy
বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন-উত্তর
১।
(ক) বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে?
(খ) সাবানায়নে খাদ্য লবণ যোগ করা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) A যৌগটির 10g এর পূর্ণ দহনে
কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে?
(ঘ) B ও C যৌগের পারষ্পরিক
রূপান্তর সম্ভব কিনা? সমীকরণসহ বিশ্লেষণ কর।
১নং
প্রশ্নের উত্তর
(ক) যে সকল পলিমার
বা পদার্থ সূর্যের আলো ও ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা প্রাকৃতিকভাবে বিয়োজিত হয় এবং পরিবেশের
ভারসাম্য রক্ষার করে (বা বজায় রাখে)তাদেরকে বায়োডিগ্রেডেবল পলিমার বা বায়োডিগ্রেডেবল
পদার্থ বলে।
(খ) তেল বা চর্বির
সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সবান ও গ্লিসারিন
তৈরি হয়।সবান ও গ্লিসারিন তৈরির এ প্রক্রিয়াকে সাবানায়ন বলে।এই প্রক্রিয়ায় খাদ্য লবণ
যোগ করা হয় সবান ও গ্লিসারিনকে পৃথক করার জন্য।এতে NaCl যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে আবস্থান
করে এবং সাবানের অণুগুলো NaCl কে ঘিরে একত্র হয়ে কেকের আকারে পাত্রের
উপরের দিকে ভেসে উঠে। একে সোপ কেক বলে।এইভাবে সাবানকে গ্লিসারিন থেকে পৃথক করার জন্য
NaCl যোগ করা হয়।
(গ) আমরা জানি,
যে ছোট ছোট অণুগুলো পরষ্পর যুক্ত হয়ে বৃহৎপলিমার অণু গঠন করে তাদেরকে মনোমার বলে। উদ্দীপকের
যৌগটি হলো পলিথিনের মনোমার ইথিন বা ইথিলিন (CH2=CH2)।
(ঘ) উদ্দীপকের B যৌগটি হলো মিথেন (CH4) এবং C যৌগটি হলো ইথেন (C2H6) ।এদের পারষ্পরিক রূপান্তর নিচে উল্লেখ করা হলোঃ
মিথেনকে ইথেনে রূপান্তরঃ
মৃদু সূর্যালোকে মিথেন হ্যালোজেনের (যেমন Br2) সাথে বিক্রিয়া
করে মিথাইল ব্রোমাইড বা ব্রোমো মিথেন উৎপন্ন করে।
অতঃপর উর্টজ বিক্রিয়ার মাধ্যমে মিথাইল ব্রোমাইড শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ইথেন তৈরি করে।
ইথেনকে মিথেনে রূপান্তরঃ
ইথেনকে বায়ুর অক্সিজেন দ্বারা দহন করলে কার্বন ডাই-অক্সাইডের ও জলীয় বাষ্প
উৎপন্ন হয়। এরপর নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইডের সাথে হাইড্রোজেনকে
250^0C তাপমাত্রায় উতপ্ত করলে মিথেন ও পানি উৎপন্ন হয়।
কোন মন্তব্য নেই