Header Ads

Header ADS

বিভিন্ন উভধর্মী অক্সাইডের ব্যাখ্যা


১। প্রশ্নঃ
ZnO  কোন প্রকৃতির অক্সাইড? ব্যাখ্যা কর ।

উত্তরঃ ZnO  একটি উভধর্মী অক্সাইড। আমরা জানি, যে অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে। যেমন- ZnO  একটি উভধর্মী অক্সাইড।এটি এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। নিম্নে এর ব্যাখ্যা দেওয়া হলোঃ

জিংক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিংকেট নামক লবণ ও পানি উৎপন্ন করে।     

                      

আবার, জিংক অক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে জিংক ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে।

২। প্রশ্নঃ Al2O3 একটি উভধর্মী অক্সাইড -ব্যাখ্যা কর ।

উত্তরঃ আমরা জানি, যে অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে উভধর্মী অক্সাইড বলে। যেমন-Al2O3 একটি উভধর্মী অক্সাইড।এটি এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। নিম্নে বিক্রিয়া দেখানো হলোঃ

অ্যালুমিনিয়াম অক্সাইড কস্টিক সোডার (সোডিয়াম হাইড্রোক্সাইড) সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট নামক লবণ ও পানি উৎপন্ন করে।     

আবার অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ ও পানি উৎপন্ন করে।     

৩। প্রশ্নঃ BeO একটি উভধর্মী অক্সাইড কেন?

উত্তরঃ আমরা জানি, যেসব অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।বেরিলিয়াম অক্সাইড (BeO) একটি উভধর্মী অক্সাইড।এটি এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।নিম্নে বিক্রিয়াসহ এর ব্যাখ্যা দেওয়া হলোঃ

বেরিলিয়াম অক্সাইড ও কস্টিক সোডা (সোডিয়াম হাইড্রোক্সাইড)বিক্রিয়া করে সোডিয়াম বেরিলেট নামক লবণ ও পানি উৎপন্ন করে।       

আবার, বেরিলিয়াম অক্সাইড ও নাইট্রিক এসিড পরস্পর বিক্রিয়া করে বেরিলিয়াম নাইট্রেট লবণ ও পানি উৎপন্ন করে।

৪। প্রশ্নঃ SnO কোন প্রকৃতির অক্সাইড -ব্যাখ্যা কর ।

উত্তরঃ যেসব অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।স্ট্যানাস অক্সাইড (SnO) একটি উভধর্মী অক্সাইড।

যেমন-স্ট্যানাস অক্সাইড কস্টিক সোডার (সোডিয়াম হাইড্রোক্সাইড)সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্ট্যানাইট নামক লবণ ও পানি উৎপন্ন করে।       

                            এ বিক্রিয়াটি হলো SnO এর এসিড ধর্মের প্রমাণ।

আবার, স্ট্যানাস অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে স্ট্যানাস ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।  

                    এ বিক্রিয়াটি হলো SnO এর ক্ষারক ধর্মের প্রমাণ।

                    অতএব ,উল্লেখিত কারণে SnO  একটি উভধর্মী অক্সাইড।

৫। প্রশ্নঃ SnO2  কোন প্রকৃতির অক্সাইড? উদাহরণসহ ব্যাখ্যা কর ।

উত্তরঃ SnO2  একটি উভধর্মী অক্সাইড। আমরা জানি,যেসব অক্সাইড এসিড ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে।যেমন-স্ট্যানিক অক্সাইড (SnO2) উভধর্মী অক্সাইড।কারণ এটি কস্টিক সোডার (সোডিয়াম হাইড্রোক্সাইড)সাথে বিক্রিয়া করে সোডিয়াম স্ট্যানেট নামক লবণ ও পানি উৎপন্ন করে।  

আবার, স্ট্যানিক অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে স্ট্যানিক ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।

৬। প্রশ্নঃ লেড অক্সাইডের (PbO)  প্রকৃতি উদাহরণসহ ব্যাখ্যা কর ।                

উত্তরঃ লেড অক্সাইড (PbO)  হলো উভধর্মী অক্সাইড। আমরা জানি,যে অক্সাইড অম্ল ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। লেড অক্সাইড (PbO)  হলো উভধর্মী অক্সাইড।কারণ এটি কস্টিক সোডার (সোডিয়াম হাইড্রোক্সাইড)সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্লাম্বাইট নামক লবণ ও পানি উৎপন্ন করে।

আবার, লেড অক্সাইড (PbO) হাইড্রোক্সাইড) হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লেড ক্লোরাইড ও পানি উৎপন্ন করে।

৭। প্রশ্নঃ PbO2  কী উভধর্মী অক্সাইড? সমীকরণসহ ব্যাখ্যা কর ।

উত্তরঃ লেড ডাই অক্সাইড (PbO2)  হলো উভধর্মী অক্সাইড।আমরা জানি,যে অক্সাইড অম্ল ও ক্ষারের সাথে পৃথকভাবে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। লেড ডাই অক্সাইড (PbO2)  হলো উভধর্মী অক্সাইড।কারণ এটি কস্টিক সোডার (সোডিয়াম হাইড্রোক্সাইড)সাথে বিক্রিয়া করে সোডিয়াম প্লাম্বেট নামক লবণ ও পানি উৎপন্ন করে। 

আবার, লেড ডাই অক্সাইড (PbO2)  হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে লেড টেট্রাক্লোরাইড ও পানি উৎপন্ন করে।


    

 

    


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.