SSC Chemistry MCQ Chapter 6
অধ্যায় -৬ : মোলের ধারণা ও রাসায়নিক গণনা Part 1 |
বহুনির্বাচনি অভীক্ষা
১। অ্যাভোগেড্রোর সংখ্যা কোনটি?
(ক) 6.023×10^21 *(খ) 6.023×10^23
(গ) 0.602×10^23 (ঘ) 6.023×10^24
২। 0.5
মোল অক্সিজেন এ কতটি অণু থাকে?
(ক) 6.023×10^23 *(খ) 3.012×10^23
(গ) 0.602×10^23 (ঘ) 6.023×10^24
৩। 4.5 g পানিতে কত গ্রাম ?
(ক) 1 mol (খ) 0.5 mol
*(গ) 0.25 mol (ঘ) 0.1 mol
৪। 0.1 মোল Cl2 কত গ্রাম ?
(ক) 71g (খ) 35.5g
(গ) 17g *(ঘ) 7.1g
৫। 1 g CO2 এ কতটি অণু থাকে ?
*(ক) 1.369×10^22 (খ) 1.506×10^23
(গ) 3.013×10^23 (ঘ) 6.023×10^23
৬। 1 মোল অক্সিজেন পরমাণু সমান কত ?
*(ক) 16g (খ) 32g
(গ) 8g
(ঘ) 1.6g
৭। 6.023×1021 টি
কার্বন পরমাণুর ভর কত ?
(ক) 12g (খ) 6g
(গ) 1.2 g *(ঘ) 0.12g
৮। 1টি
অক্সিজেন অণুর ভর কত ?
*(ক) 5.31×10^-23 g (খ) 6.02×10^-23 g
(গ) 3.01×10^-24 g (ঘ) 2.66×10^-23 g
৯।
একটি তুঁতের অণুতে কয়টি পরমাণু আছে?
(ক) 6 (খ) 9
(গ) 15 *(ঘ) 21
১০। 1g
সালফিউরিক এসিডে কতটি H পরমাণু আছে?
(ক) 6.023×10^23 (খ) 3.012×10^23
*(গ) 1.229×10^22 (ঘ) 1.146×10^21
১১। মিথেনের 3.0115×10^24
টি অণুতে
কত মোল ?
*(ক) 0.2 mol (খ) 0.5 mol
(গ) 1.2 mol (ঘ)10 mol
১২। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে?
(ক) 6.023×10^23 *(খ) 2.69×10^23
(গ) 1.23×10^23 (ঘ) 3.012×10^22
১৩। প্রমাণ
অবস্থায় 20 গ্রাম
হাইড্রোজেন গ্যাসের আয়তন কত?
(ক) 448 L *(খ) 224 L
(গ) 44.8 L (ঘ) 22.4 L
১৪। H2O আনবিক সংকেত থেকে
যে তথ্য পাওয়া যায় -
(i) এর নাম
পানি
(ii) ১ মোল
পানির সংকেত
(iii) এর এক অণুতে ২টি হাইড্রোজেন পরমাণু এবং ১টি অক্সিজেন
পরমাণু আছে।
নিচের কোনটি সঠিক ?
(ক) i (খ) ii
(গ) i ও ii *(ঘ) i, ii ও iii
১৫। 1 টি
মিথেন অণুর ভর কত ?
(ক) 5.32×10^-23 g *(খ) 2.66×10^-23 g
(গ) 3.33×10^-24 g (ঘ) 6.02×10^-23 g
১৬। 1 টি সোডিয়াম বাইকার্বনেট অণুর ভর কত ?
(ক) 84 g (খ) 6.02×10^-23 g
*(গ) 1.395×10^-22 g (ঘ) 1.935×10^-23 g
১৭। CO2 এ কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত কত ?
(ক) 1:2 (খ) 2:3
(গ) 3:4 *(ঘ) 3:8
১৮। 2 মোল আয়নে হাইড্রোজেন আয়নের সংখ্যা কত?
(ক) 3.012×10^23 (খ) 6.023×10^23
*(গ) 1.205×10^24 (ঘ) 6.023×10^24
১৯। প্রমাণ অবস্থায় বুঝায়-
(i) 00 C তাপমাত্রা
(ii) 298
K তাপমাত্রা
(iii) 1 atm চাপ
নিচের কোনটি সঠিক ?
(ক) i ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, iiও iii
২০। প্রমাণ অবস্থায় 1.506×10^23 টি ইথেন অণুতে
কত মোল?
(ক) 0.5 mol (খ) 0.4 mol
*(গ) 0.25 mol (ঘ) 0.15 mol
২১। এক অণু তুঁতের মধ্যে কত গ্রাম পানি থাকে
?
(ক) 5g *(খ)
90g
(গ) 18g (ঘ) 249.5g
২২। 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
(ক) 6.023×10^23 (খ) 2.69×10^23
(গ) 1.23×10^23 *(ঘ) 1.205×10^24
২৩। 1g পানিতে কতটি পরমাণুর আছে?
*(ক) 1.004×10^23 (খ) 3.346×10^23
(গ) 3.013×10^23 (ঘ) 3
২৪। আক্সিজেনের গ্রাম আনবিক ভর কত?
(ক) 16 (খ) 16 g
(গ) 32
*(ঘ) 32 g
২৫। নাইট্রোজেন এর গ্রাম পারমানবিক ভর কত?
(ক) 28 (খ) 28 g
(গ) 14 *(ঘ) 14 g
অধ্যায় -৬ : মোলের ধারণা ও রাসায়নিক
গণনা Part 2 |
২৬। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবিভূত থাকলে তাকে বলে-
(ক) নরমাল দ্রবণ *(খ) মোলার দ্রবণ
(গ) সেমিমোলার
দ্রবণ (ঘ) ডেসিমোলার
দ্রবণ
২৭। সেমিমোলার দ্রবণ বলতে বুঝায়-
(ক) 1 M দ্রবণ (খ) 0.1M দ্রবণ
(গ) 0.2 M দ্রবণ *(ঘ) 0.5 M দ্রবণ
২৮। ডেসিমোলার দ্রবণ বলতে বুঝায়-
(ক) 1 M দ্রবণ *(খ) 0.1M দ্রবণ
(গ) 0.2 M দ্রবণ (ঘ) 0.5 M দ্রবণ
২৯। 1 লিটার
0.1M দ্রবণে কী পরিমাণ Na2CO3 আছে?
(ক) 106 g *(খ)
10.6
g
(গ) 1.06 g (ঘ) 0.106 g
৩০। 100 ml 0.2 M NaCl দ্রবণ তৈরিতে কী পরিমাণ NaCl প্রয়োজন হবে?
(ক) 11.7 g (খ)
5.85
g
(গ) 2.925 g *(ঘ) 1.17 g
৩১। 200 mL দ্রবণে 5g Na2CO3 থাকলে দ্রবণটির মোলারিটি কত?
(ক) 10.6 M (খ) 1.06 M
(গ) 0.472 M *(ঘ) 0.236 M
৩২। 0.5 M দ্রবণে 10g NaOH দ্রবিভূত থাকলে দ্রবণটির আয়তন কত?
*(ক) 500 mL (খ) 400 mL
(গ)
350
mL (ঘ) 250 mL
৩৩। 200 mL
ডেসিমোলার দ্রবণ তৈরিতে কী পরিমাণ H2SO4 প্রয়োজন
হবে?
*(ক) 1.96 g (খ)
3.92
g
(গ) 4.9 g (ঘ) 9.8 g
৩৪। 100 mL
সেমিমোলার দ্রবণে 5.3g লবণ দ্রবিভূত থাকলে লবণটির আনবিক ভর কত?
(ক) 40 (খ)
58.5
(গ) 98 *(ঘ) 106
৩৫। 100 mL দ্রবণে 4g HCl থাকলে মোলারিটি কত?
(ক) 3.65 (খ) 1.825 M
*(গ) 1.096 M (ঘ) 0.12 M
৩৬। HCl এ Cl এর সংযুতি কত ?
*(ক) 97.26% (খ) 36.5%
(গ) 35.5% (ঘ)
2.74%
৩৭। সালফিউরিক এসিডে সালফারের সংযুতি কত ?
(ক) 2.04% *(খ) 32.65%
(গ) 65.30% (ঘ)
98.0%
৩৮। অ্যালুমিনিয়াম সালফেটে
সালফারের সংযুতি কত ?
(ক) 15.78% *(খ) 28.07%
(গ) 56.14% (ঘ) 87.24%
৩৯। NaCl এ Cl এর সংযুতি কত ?
(ক) 39.31% (খ) 28.07%
*(গ) 60.68% (ঘ) 63.38%
৪০। বেনজিনে কার্বনের সংযুতি কত ?
(ক) 7.69% (খ) 72.01%
(গ) 78.02% *(ঘ) 92.31 %
৪১। গ্লুকোজে অক্সিজেনের সংযুতি
কত ?
(ক) 40.00% (খ) 39.10%
*(গ) 53.33% (ঘ) 6.67
%
৪২। তুঁতের মধ্যে কেলাস পানির সংযুক্তি কত ?
(ক)
7.21% (খ) 25.45%
*(গ) 36.07% (ঘ) 47.72%
৪৩। হাইড্রোজেন পার অক্সাইডের স্থূল
সংকেত কোনটি?
*(ক) HO (খ) H2O2
(গ) HO2 (ঘ) H2O
৪৪। স্থূল সংকেত নির্ণয়ের প্রথম ধাপ
হলো মৌলের শতকরা সংযুতিকে ভাগ করতে হবে -
(ক) পারমানবিক সংখ্যা দ্বারা *(খ) পারমানবিক ভর দ্বারা
(গ) যোজনী
দ্বারা (ঘ) আনবিক ভর দ্বারা
৪৫। CH স্থুল সংকেতবিশিষ্ট যৌগের আনবিক ভর 78 হলে যৌগটির আনবিক সংকেত -
(ক)
CH (খ) CH4
(গ) C2H2 *(ঘ) C6H6
৪৬। গ্লুকোজের আনবিক সংকেত -
*(ক) C6H12O6 (খ) C12H22O11
(গ) C6H12O5 (ঘ) CH2O
৪৭। একই স্থূল সংকেতবিশিষ্ট যৌগসমূহ-
(i) বেনজিন
(ii) ইথিন
(iii) অ্যাসিটিলিন
নিচের কোনটি সঠিক ?
(ক) i
ও ii *(খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৮। স্থূল সংকেতের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) আনবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে
(ii) একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
(iii) এর দ্বারা যৌগের সঠিক পরমাণুর সংখ্যা জানা যায়
কোনটি সঠিক ?
*(ক)
i ও ii (খ)
i ও iii
(গ)
ii ও iii (ঘ) i, ii ও iii
৪৯। গ্লুকোজের স্থূল সংকেত -
(ক) CHO (খ) CH
(গ) C2H2O *(ঘ) CH2O
৫০। কোন যৌগের স্থূল সংকেত ও আনবিক
সংকেত একই?
*(ক) মিথেন (খ) ইথেন
(গ) ইথিন (ঘ) বেনজিন
অধ্যায় -৬ : মোলের ধারণা ও রাসায়নিক
গণনা Part 3 |
(ক)
3 মোল (খ) 4 মোল
(গ) 5 মোল *(ঘ) 6 মোল
৫২। স্টয়কিওমিতি (Stoichiometry) হল-
(i) বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ
হিসাব
(ii) উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ
হিসাব
(iii) মোল এককে হিসাব সংক্রান্ত তথ্যসমূহ
নিচের
কোনটি সঠিক ?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii *(ঘ) i, ii ও iii
৫৩। 2 মোল
ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে দহন করলে কত গ্রাম অক্সাইড পাওয়া যাবে?
(ক)
40
g (খ) 64 g
*(গ) 80 g (ঘ) 98 g
৫৪। প্রমাণ অবস্থায় 1 মোল
গ্যাসীয় পদার্থের আয়তন কত?
(ক)
1 L (খ)
11.2
L
(গ) 20.4 L *(ঘ) 22.4 L
৫৫। প্রমাণ অবস্থায় 2 মোল
অক্সিজেন গ্যাসের আয়তন কত?
(ক)
2 L (খ)
22.4
L
*(গ) 44.8 L (ঘ) 64 L
৫৬। 5g ম্যাগনেসিয়ামকে
অক্সিজেনে দহন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে?
(ক)
24
g (খ) 12 g
*(গ) 3.33 g
(ঘ) 0.67 g
৫৭। 15 g ক্যালসিয়াম ধাতুকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে কত গ্রাম
অক্সাইড পাওয়া যাবে?
(ক)
18
g *(খ) 21 g
(গ) 27 g (ঘ) 56 g
৫৮। প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম থেকে
20g ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে
কত গ্রাম
অক্সিজেন প্রয়োজন হবে?
*(ক) 8 g (খ)
12 g
(গ) 16 g (ঘ) 32 g
৫৯। 10টি
N2 অণু
থেকে কতটি NH3 অণু উৎপন্ন হবে?
(ক)
10 টি
(খ) 15
টি
*(গ) 20 টি (ঘ) 25 টি
৬০। 6টি
H2 অণু থেকে কতটি NH3 অণু উৎপন্ন হবে?
(ক)
2 টি
*(খ)
4
টি
(গ) 6 টি (ঘ) 8 টি
৬১। 6 মোল
পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন?
(ক)
2 *(খ) 3
(গ) 4 (ঘ) 6
৬২। প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার
N2 থেকে কত লিটার NH3 পাওয়া যাবে?
*(ক) 8 L (খ)
11.2
L
(গ) 22.4 L (ঘ) 44.8 L
৬৩। 4টি
ম্যাগনেসিয়াম পরমাণুর মধ্যে 4টি
অক্সিজেন অণু মিশ্রিত করা হলো।
এখানে বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে-
(ক) 1টি ম্যাগনেসিয়াম পরমাণুর (খ) 2টি
ম্যাগনেসিয়াম পরমাণুর
*(গ) 2টি অক্সিজেন অণু (ঘ) 1টি
অক্সিজেন অণু
৬৪। 10টি
ম্যাগনেসিয়াম পরমাণুর মধ্যে 4টি
অক্সিজেন অণু মিশ্রিত করা হলো।
এ বিক্রিয়ায় কত
অণু MgO উৎপন্ন হবে?
(ক) 2 অণু (খ) 4 অণু
*(গ) 8 অণু (ঘ) 10 অণু
৬৫। অ্যানালার বিশুদ্ধ হয়-
(ক) 100% *(খ) 99%
(গ) 97% (ঘ) 95%
৬৬। 80 g CaCO3 কে
তাপ দিলে 39g CaO পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ
কত?
(ক) 74.03%
(খ) 78.04%
(গ) 82.35% *(ঘ) 87.05%
৬৭। 50 g বিশুদ্ধ
চুনাপাথরকে তাপ দিলে কত গ্রাম চুন পাওয়া যাবে?
*(ক) 28g
(খ) 26g
(গ) 24g (ঘ) 22g
৬৮। ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দিলে উৎপন্ন হয়-
(i) MgO
(ii) NO2
(iii) O2
নিচের কোনটি সঠিক ?
(ক)
i ও ii (খ) i ও iii
(গ)
ii ও iii *(ঘ) i, ii ও iii
৬৯। 40 g বিশুদ্ধ
কোককে অক্সিজেন দ্বারা সম্পূর্ণ দহন করলে কী পরিমাণ CO2 উৎপন্ন হবে?
*(ক) 146.67g (খ) 122.65g
(গ) 116.34g (ঘ) 112.28g
৭০। 20 g CaCO3
কে লঘু HCl এ দ্রবিভূত করলে প্রমাণ অবস্থায় কত
লিটার CO2 উৎপন্ন হবে?
(ক) 22.4 L (খ) 11.2 L
(গ) 5.56 L *(ঘ) 4.48 L
৭১। Mg(NO3)2
হতে প্রমাণ অবস্থায় কত লিটার A পাওয়া যাবে?
(ক) 11.2 L (খ) 22.4 L
*(গ) 44.8 L (ঘ) 89.6 L
৭২। অক্সাইড আয়ন থেকে 1মোল O2 উৎপাদনে কত মোল ইলেকট্রন অপসারিত হবে?
(ক) 1 (খ) 2
(গ) 3 *(ঘ) 4
নিচের উদ্দীপকের
আলোকে ৭৩ – ৭৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
কোন যৌগে 54.54%
C, 9.09% H এবং অবশিষ্ট অংশ অক্সিজেন আছে। যৌগটির বাষ্পঘনত্ব 44 ।
৭৩। যৌগটিতে অক্সিজেনের
পরিমাণ –
(ক) 90.91 % (খ) 50%
(গ) 44.46% *(ঘ) 36.37%
৭৪। যৌগটির আনবিক
ভর কর?
(ক) 22 (খ) 44
*(গ) 88 (ঘ) 132
৭৫। যৌগটি সম্পর্কে
নিচের উক্তিগুলো লক্ষ করঃ
(i) যৌগটির সংকেত C4H8O2
(ii) যৌগটি
একটি জৈব যৌগ
(iii) যৌগটি
ব্লিচিং পাউডার
নিচের কোনটি সঠিক ?
(ক)
i *(খ) i ও ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
কোন মন্তব্য নেই